নাশকতার মামলায় বিএনপি ও যুবদল নেতাসহ আটক ৪

আটক

কক্সবাজার: চকরিয়া উপজেলার বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে বিএনপি ও যুবদল নেতাসহ চার জনকে আটক করেছে পুলিশ।

আটককৃত হলেন- ঢেমুশিয়া ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক ছাবের আহমদ (৪৫) ও উপজেলা যুবদলের আহবায়ক ইব্রাহীম খলিল কাঁকন (৪০) এবং চিরিংগা ইউনিয়নের স্বেচ্ছাসেবক দলের সভাপতি নুরুল আবচার(৪২) ও সাবেক মেম্বার আবদুল হাফেজ (৪৫), ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক সাবেক ইউপি সদস্য ছাবের আহমদকে ভোররাতে তার নিজ বাড়ি থেকে গ্রেফতার করেছে পুলিশ।

অভিযানের নেতৃত্বে এস আই মো. আবদুল বাতেন জানান, চকরিয়া উপজেলা যুবদলের আহবায়ক ইব্রাহিম খলিল
কাকনকে (৪০) চিরিংগা ইউনিয়নের বুড়িপুকুর গ্রামের নিজবাড়ি থেকে তাকে গ্রেফতার করা হয়।

চকরিয়া-পেকুয়া আসনের বিএনপি ও জাতীয় ঐক্যফ্রন্ট প্রার্থী সাবেক সাংসদ হাসিনা আহমদ জানান, আসন্ন জাতীয় সংসদ নির্বাচন আসার আগে এলাকায় নেতাশুন্য করতে নেতাকর্মীদের পুলিশ মিথ্যা মামলায় দিয়ে অভিযান চালাচ্ছে। নেতাকর্মীদের গ্রেফতারে ও নিন্দা জানান।

আটক বিএনপি নেতাদের বিষয়ে চকরিয়া থানার ওসি মো. বখতিয়ার উদ্দিন চৌধুরী বলেন তাদেরকে পৃথক দুইটি মামলায় গ্রেফতারকরা হয়েছে।অভিযানে নেতৃত্বদানকারী এস আই আবদুল বাতেন, এএস আই সাজু প্রদাপ দাস, এ এস
আই.আকবর মিয়াসহ সঙ্গীয় ফোর্স নিয়ে নেতৃত্বে তাদেরকে গ্রেফতার করা হয়েছে। গ্রেফতারকৃত ব্যক্তিদের বিরুদ্ধে আওয়ামীলীগ অফিস ভাংচুর ও নাশকতার মামলা রয়েছে।