রামুতে বন্য হাতির আক্রমনে আহত ৩

আহত

রামু উপজেলার কাউয়ারখোপ ইউনিয়নের গাছুয়াপাড়ার পাহাড় পাড়া এলাকায় বন্য হাতির আক্রমনে ৩ জন আহত হয়েছে। এদের মধ্যে মৃত লাল মিয়ার ছেলে ছুরুত আলম(৩২) গুরুতর অবস্থায় কক্সবাজার সদর হাসপাতালে, তার ছোট ভাই নুরুল আজিম(৩০), তারই স্ত্রী ছেনু আরাকে(২৩) রামু হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে।

এ বিষয়ে তাদের পরিবারের পক্ষ থেকে স্থানীয় এলাকাবাসী বন্য হাতির হামলায় আহতদের চিকিৎসার জন্য অসহায় পরিবারকে আর্থিক সহায়তা করার জন্য জনপ্রতিনিধি ও সংশ্লিষ্টদের প্রতি আহ্বান জানান।

সোমবার (১৭ ডিসেম্বর) দিবাগত রাত সাড়ে ৪টার সময় ধান কোলায় ধান পাহারা দিচ্ছিলেন। পাহারাদার টং ঘরে রাত্রিযাপনকালে বন্য হাতির একটি পাল আসতে দেখে চিৎকার দিলে হাতির পালটি দৌড়ে এসে টংঘরটি ভেঙ্গে ফেলে আক্রমন করে চলে যায়।

এরপর সকালে এলাকাবাসী খবর পেয়ে তাদেরকে উদ্ধার করে হাসপাতালে প্রেরণ করেন।

স্থানীয় সরদার মোহাম্মদ হোছন সাওদগর জানান, আহতরা সোমবার রাতে ধান পাহারা দিচ্ছিল টংঘরে। হাতি আসতে দেখে চিৎকার দিলে বন্য হাতির একটি পাল এসে তাদের আক্রমন করে অথচ পাশে বন বিভাগের অফিস থাকলেও হাতি আসার খবর জানে না।

রামু বিট কর্মকর্তা জহির উদ্দিন জানান, আসলে ঘটনটি আমি জানিনা, তদন্ত করে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

রামু থানার ওসি মুহাম্মদ আবুল মনসুর জানান, এই ব্যাপারে খোঁজখবর নিয়ে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।

শেয়ার করুন