গণসংযোগে আবেগ ভালবাসায় সিক্ত ধানের শীষ প্রার্থী আবু সুফিয়ান

বোয়ালখালীর সরোয়াতলীতে গণসংযোগ করছেন চট্টগ্রাম-৮ আসনের ধানের শীষের প্রার্থী আবু সুফিয়ান।

চট্টগ্রাম-৮ আসনের (বোয়ালখালী, চান্দগাঁও, পাঁচলাইশ ও বায়েজিদ) বিএনপির মনোনীত প্রার্থী আলহাজ্ব আবু সুফিয়ান আজ ২০ ডিসেম্বর বৃহস্পতিবার সকালে ধানের শীষের পক্ষে বোয়ালখালী উপজেলার ৫ নং সারোয়াতলী ইউনিয়নে গণসংযোগ করেছেন। দীর্ঘদিন অবহেলিত এই জনপদের সর্বস্তরের মানুষ তাদের আবেগ ভালবাসা জানানোর পাশাপাশি সরকারের জুলুম নির্যাতনের বিরুদ্ধে ক্ষোভ ও বঞ্চনার কথা জানিয়ে তাকে ভবিষ্যতে সুখে-দুঃখে তাদের পাশে পাবার প্রত্যাশা ব্যক্ত করেন।

তিনি ইউসুফ শাহ্ (রঃ) এর মাজার থেকে শুরু করে মজু ফকিরের মাজার, বেঙ্গুরা স্টেশন, কনজুরী, জোট পুকুর, হাজীর হাট, বেঙ্গুরা মাদ্রাসা সহ বিভিন্ন এলাকায় সাধারণ মানুষের সাথে সালাম ও শুভেচ্ছা বিনিময় করেন। এ সময় বিভিন্ন শ্রেণীর পেশা মানুষ এবং দলীয় নেতাকর্মী ও সর্বস্তরের জনসাধারণ স্বতস্ফূর্তভাবে তার সাথে গণসংযোগে অংশ নেন। নেতাকর্মীরা এলাকার সাধারণ জনগণের মাঝে ধানের শীষে ভোট চেয়ে প্রচার পত্র বিলি করেন। সমবেত জনতার উদ্দেশ্যে আবু সুফিয়ান বলেন, বেগম খালেদা জিয়া আমাকে ধানের শীষের প্রতীক দিয়ে পাঠিয়েছেন আপনাদের রায় নেওয়ার জন্য। এ রায় হবে বেগম খালেদা জিয়ার মুক্তির রায়, গণতন্ত্রের মুক্তির রায়। ৩০ ডিসেম্বর ধানের শীষের পক্ষের রায় হবে মৌলিক অধিকার প্রতিষ্ঠার।

তিনি বলেন, আজকে সারাদেশে ধানের শীষের পক্ষে জনজোয়ার সৃষ্টি হয়েছে। এই জোয়ার দেখে আওয়ামীলীগ আতংকিত। তাই তারা সারা বাংলাদেশকে এখন কারাগারে পরিণত করেছে। বিএনপি নেতাকর্মীদের গণহারে গ্রেফতার করছে। কিন্ত জনগণ কারাগারকে ভয় পায় না। তারা যেকোনো পরিস্থিতি মোকাবেলা করে তাদের ভোটের
অধিকার প্রতিষ্টা করবে ।

গণসংযোগ চলাকালে তার সাথে উপস্থিত ছিলেন বিএনপির কেন্দ্রীয় কমিটির স্বাস্থ্য বিষয়ক সম্পাদক ডাঃ ফাওয়াজ হোসেন শুভ, চট্টগ্রাম মহানগর বিএনপির যুগ্ম সম্পাদক ইয়াসিন চৌধুরী লিটন, বোয়ালখালী উপজেলা বিএনপির সাবেক আহবায়ক শওকত আলম, সিনিয়র সহ-সভাপতি জানে আলম, বোয়ালখালী পৌরসভা বিএনপির সাধারণ সম্পাদক মো. ইসহাক চৌধুরী, বোয়ালখালী উপজেলা ভাইস চেয়ারম্যান শাহেদা আকতার শেফু, নগর যুবদলের সিনিয়র যুগ্ম সম্পাদক মোশাররফ হোসেন, বিএনপি নেতা আবুল হাশেম, ছৈয়দ আব্দুল গণি, সরোয়াতলী ইউনিয়ন বিএনপির সভাপতি মঞ্জুর উদ্দিন, সাধারণ সম্পাদক আরিফ চৌধুরী ছোটন, বিএনপি নেতা হাসান মুরাদ মামুন, আহমদ নবী, আইয়ুব খান, রহমত আলী, জামাল উদ্দিন, মোঃ ইউনুস, জসীম উদ্দিন, মফিজুর রহমান, শহিদুল্লাহ চৌধুরী মানিক, যুবদল নেতা মোঃ শফি, মোঃ আবছার, ছাত্রদল নেতা আতিক উল্লাহ অনু, মমতাজ উদ্দিন, এনামুল
হক সজীব, রবিউল হোসেন রবি, মোঃ রিয়াদ প্রমূখ নেতৃবৃন্দ।

শেয়ার করুন