একাদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে আগামী ২৪ ডিসেম্বরের মধ্যে লাইসেন্সধারী সকল অস্ত্র জমা দিতে সংশ্লিষ্টদের নির্দেশনা দিয়েছে স্বরাষ্ট্র মন্ত্রণালয়।
বৃহস্পতিবার (২০ ডিসেম্বর) জননিরাপত্তা বিভাগের রাজনৈতিক অধিশাখা-৪ এর উপসচিব আবদুল জলিল স্বাক্ষরিত এ সংক্রান্ত এক আদেশ জারি করা হয়েছে।
আদেশে বলা হয়, একাদশ জাতীয় সংসদ নির্বাচন অবাধ, সুষ্ঠু ও শান্তিপূর্ণভাবে অনুষ্ঠানের জন্য আগামী ২৪ ডিসেম্বরের মধ্যে লাইসেন্সধারী সব অস্ত্র সংশ্লিষ্ট থানা/ট্রেজারিতে জমা দিতে হবে। জমাকৃত অস্ত্র আগামী ৬ জানুয়ারি পর্যন্ত সেখানেই জমা থাকবে। কেউ এই আদেশ অমান্য করলে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।
আদেশে আরও বলা হয়, তবে এই আদেশ নির্বাচনে অংশগ্রহণকারী প্রার্থী, সরকারি কর্মকর্তা ও আইনশৃঙ্খলা রক্ষায় নিয়োজিত সব বাহিনীর সদস্যদের ক্ষেত্রে প্রযোজ্য নয়। এছাড়া বিভিন্ন সরকারি, আধা সরকারি এবং বেসরকারি দফতর, আর্থিক ও অন্যান্য প্রতিষ্ঠান এবং স্থাপনাসমূহে নিয়োজিত নিরাপত্তাকর্মীরা এই আদেশের আওতামুক্ত থাকবেন।
এর আগে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জননিরাপত্তা বিভাগকে এ সংক্রান্ত নির্দেশনা জারির অনুরোধ জানিয়ে চিঠি দেন নির্বাচন কমিশনের যুগ্ম সচিব ফরহাদ আহাম্মদ খান।
চিঠিতে বলা হয়, ৩০ ডিসেম্বর সংসদ নির্বাচনের আগে সব বৈধ অস্ত্র জমা নেয়া প্রয়োজন। তবে সরকারি বা গুরুত্বপূর্ণ স্থাপনার নিরাপত্তার ক্ষেত্রে এ নির্দেশনার বাইরে থাকবে। সব অস্ত্র সংশ্লিষ্ট থানায় জমা দিতে হবে। নির্দেশনার অনুলিপি মন্ত্রিপরিষদ বিভাগসহ সংশ্লিষ্ট সব দফতরে পাঠানো হয়।