নৌকার বিজয় হলে বিশেষ অর্থনৈতিক অঞ্চল হবে পটিয়ায়: সামশুল

নৌকার বিজয় হলে বিশেষ অর্থনৈতিক অঞ্চল হবে পটিয়ায়: সামশুল

চট্টগ্রাম : আগামী একাদশ জাতীয় সংসদ নির্বাচনে নৌকার বিজয় হলে পটিয়ায় বিশেষ অর্থনৈতিক অঞ্চল গড়ে তোলা হবে। সেখানে ৫০ হাজারের বেশি লোকের কর্মসংস্থান নিশ্চিত হবে। বৃহস্পতিবার (২০ ডিসেম্বর) তাঁর নির্বাচনী এলাকায় গণসংযোগকালে চট্টগ্রাম-১২ (পটিয়া) আসনে আওয়ামী লীগ মনোনীত প্রার্থী সামশুল হক চৌধুরী এসব কথা বলেন।

তিনি বলেন, ১০ বছরে বিভিন্ন প্রকল্পের মাধ্যমে পটিয়া উন্নয়নের নগরীতে পরিণত হয়েছে। আগামীতে পটিয়ার প্রতিটি সড়ক আরসিসি ঢালাই, বিশুদ্ধ পানির জন্য ডিপ টিউবওয়েল স্থাপন ও শতভাগ স্যানিটারি টয়লেট নির্মাণ করা হবে। এছাড়া পটিয়ায় বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠা, ইলেকট্রনিক সার্কুলার বাস সার্ভিস চালু করা হবে।

এসময় উপস্থিত ছিলেন দক্ষিণ জেলা আওয়ামী লীগের সহ সভাপতি মোতাহেরুল ইসলাম চৌধুরী, পটিয়া উপজেলা আওয়ামী লীগের সভাপতি আ ক ম শামসুজ্জামান চৌধুরী, জেলা পরিষদের প্যানেল চেয়ারম্যান দেবব্রত দাশ, জেলা আওয়ামী লীগের নেতা রাশেদ মনোয়ার, ডা. তিমির বরন চৌধুরী, বিজন চক্রবর্তী, নাছির আহমদ চেয়ারম্যান, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক অধ্যাপক হারুনুর রশিদ, সাবেক সাধারণ সম্পাদক নাছির উদ্দিন, দক্ষিণ জেলা যুবলীগ সভাপতি আ ম ম টিপু সোলতান চৌধুরী, জেলা ছাত্রলীগের আহ্বায়ক মোহাম্মদ ফারুক, জেলা যুবলীগ সাংগঠনিক সম্পাদক অধ্যাপক কৃষ্ণ প্রসাদ ধর, উপজেলা যুবলীগ সভাপতি অ্যাডভোকেট বেলাল উদ্দিন, সাধারণ সম্পাদক এমএ রহিম, জেলা যুবলীগের উপ দপ্তর সম্পাদক রাজু দাশ হিরু, উপজেলা শ্রমিক লীগের সাধারন সম্পাদক খলিল আহমদ প্রমুখ।

শেয়ার করুন