হাটহাজারীতে ব্যারিস্টার আনিসের পক্ষে মুক্তিযোদ্ধা সংসদের গণসংযোগ

চট্টগ্রাম জেলার হাটহাজারী উপজেলার ফরহাদাবাদ ইউনিয়নের উদালিয়ায় মহাজোটের প্রার্থী ব্যারিস্টার আনিসুল ইসলাম মাহমুদের ‘লাঙ্গল’ প্রতীকের সমর্থনে আয়োজিত গণসংযোগে বক্তব্য রাখছেন বাংলাদেশ মুক্তিযোদ্ধা সংসদ চট্টগ্রাম মহানগর ইউনিট কমান্ডার মোজাফফর আহমদ।

চট্টগ্রাম জেলার হাটহাজারী উপজেলার ফরহাদাবাদ ইউনিয়নের উদালিয়া গ্রামে একাদশ জাতীয় সংসদ নির্বাচনে মহাজোটের মনোনীত প্রার্থী ব্যারিস্টার আনিসুল ইসলাম মাহমুদের ‘লাঙ্গল’ প্রতীকের সমর্থনে গণসংযোগ করেছে বাংলাদেশ মুক্তিযোদ্ধা সংসদ চট্টগ্রাম মহানগর ইউনিট কমান্ড ও মুক্তিযোদ্ধা সংসদ সন্তান কমান্ড।

শুক্রবার (২১ ডিসেম্বর) সকাল সাড়ে ১১টায় উত্তর-পশ্চিম উদালিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠ থেকে গণসংযোগ শুরু হয়। এ সময পথসভায় বক্তব্য রাখেন মুক্তিযোদ্ধা সংসদ চট্টগ্রাম মহানগর ইউনিট কমান্ডার মোজাফফর আহমদ। গণসংযোগকালে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের অন্যতম স্বাক্ষী কাজী নুরুল আবছার, মুক্তিযোদ্ধা সংসদের মহানগরীর সহকারী কমান্ডার সাধন চন্দ্র বিশ্বাস, সহকারী কমান্ডার খোরশেদ আলম (যুদ্ধাহত), পাহাড়তলী থানা কমান্ডার হাজী জাফর আহমদ, চান্দগাঁও থানা কমান্ডার কুতুব উদ্দিন চৌধুরী, হালিশহরের ডেপুটি কমান্ডার মঈনুল হোসেন, কোতোয়ালী থানা সহকারী কমান্ডার রফিকুল আলম, বীর মুক্তিযোদ্ধা আবদুল লতিফ, সৈয়দ আহমদ, মদিন উল্লাহ, মুক্তিযোদ্ধা সংসদ সন্তান কমান্ড, কেন্দ্রীয় কমিটির সিনিয়র সদস্য সরওয়ার আলম চৌধুরী মনি, মহানগর শাখার যুগ্ম আহবায়ক সাহেদ মুরাদ শাকু, মিজানুর রহমান সজিব, সদস্য সচিব কাজী মো. রাজিশ ইমরান, সন্তান কমান্ড জেলা শাখার যুগ্ম আহবায়ক তানজিল কাদেরী, সদস্য সচিব কামরুল হুদা পাভেল, হাফিজুর রহমান, হাসান মো. আবদুল হান্নান, এলাকাবাসীর পক্ষে শফিউল আকবর চৌধুরী, জসিম উদ্দিন চৌধুরী, নুরুল আলম প্রমুখ।

গণসংযোগকালে কমান্ডার মোজাফফর আহমদ বলেন, সরকারের উন্নয়নের ধারা অব্যাহত রাখতে হলে হাটহাজারীতে
মহাজোটের মনোনীত প্রার্থী ব্যারিস্টার আনিসুল ইসলাম মাহমুদের ‘লাঙ্গল’ প্রতীকের বিকল্প নেই এবং স্বাধীনতা স্বপক্ষের
শক্তি বঙ্গবন্ধু কন্যা জননেত্রী শেখ হাসিনা ও সারাদেশে তাঁর মনোনীত প্রার্থীকে আবারো বিজয়ী করে ক্ষমতায় আনতে হবে।