
সুনামগঞ্জ: তাহিরপুর উপজেলায় শুক্রবার (৪ জানুয়ারি) বিকালে দু-পক্ষের সংঘর্ষে মহিলাসহ ১০জন আহত হয়েছে।
সংঘর্ষে গুরুতর আহতদের মধ্যে নুরুল আমিন(৬০), শামরাজ বেগম(৪০), আলীনূর মিয়া(২৮) ও আবিদনূরকে (২০) তাহিরপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। বাকিদের প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে।
স্থানীয় জানা যায়, উপজেলার উত্তর শ্রীপুর ইউনিয়নের জামালপুর গ্রামে বৃহস্পতিবার রাতে আবিদনূরের বাড়িতে কে বা কারা পাথর মারে এই ঘটনার বিষয় নিয়ে একই গ্রামের শাহিদনূরের সাথে গ্রামের সড়কে শুক্রবার সকালে কথা কাটাকাটি হয় আবিদনূরের।
এর জের ধরেই বিকালে দু’পক্ষের লোকজন দেশীয় অস্ত্রসস্ত্র নিয়ে সংঘর্ষে জরিয়ে পড়ে। এতে দু-পক্ষের ১০জন আহত হয়।
তাহিরপুর থানার ওসি নন্দন কান্তি ধর জানান, এই ঘটনায় এখনো কোন পক্ষ লিখিতভাবে অভিযোগ করে নি। লিখিত অভিযোগ পেলে প্রয়োজনীয় ব্যবস্থা নেব।