

চট্টগ্রাম : আলহাজ্ব মোস্তফা-হাকিম ওয়েলফেয়ার ফাউন্ডেশনের উদ্যোগে স্ট্যান্ডার্ড ব্যাংক লি.এর সৌজন্যে গরীব, অসহায় দুঃস্থদের মাঝে কম্বল বিতরণ করেছেন ফাউন্ডেশন এর নির্বাহী পরিচালক ও স্ট্যান্ডার্ড ব্যাংক লি.এর পরিচালক এম মনজুর আলম।
শনিবার (৫ জানুয়ারি) সকাল ১০টায় উত্তর কাট্টলীস্থ বাসভবন চত্বরে কম্বল বিতরণ অনুষ্ঠানের আয়োজন করা হয়।এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন তিনি।
আরো পড়ুন : সুবর্ণচরে গণধর্ষণের ঘটনায় সেই আওয়ামী লীগ নেতা বহিষ্কার
অনুষ্ঠানে মনজুর আলম বলেন, এখন শীতকাল। এই সময়ে গরীব, অসহায়, দুঃস্থ মানুষেরা শীতে কষ্ট পায়। নানা রোগ-ব্যাধিতে আক্রান্ত হয়। তাই এই অসহায় মানুষগুলোর কথা চিন্তা করে আমাদের এই উদ্যোগ। আমি মনে করি দরিদ্রদের কল্যাণে এভাবে সকলকে এগিয়ে আসা উচিত। অনুষ্ঠানে মনজুর সদ্য পরলোকগমনকারী আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক, সাবেক জনপ্রশাসন মন্ত্রী সৈয়দ আশরা্ফুল ইসলামের মৃত্যুতে শোক প্রকাশ করেন।
এছাড়ও অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, আকবর শাহ থানা আওয়ামী লীগ এর সহ সভাপতি লোকমান আলী, মোস্তফা-হাকিম কেজি এন্ড হাই স্কুলের পরিচালনা পর্ষদের সদস্য নেছার আহমদ, সমাজসেবক আব্দুল্লাহ আল হারুন, বীরেন্দ্র লাল দে, মোহাম্মদ জাফর, মহিলা সম্পাদিকা মিলি চৌধুরী প্রমুখ।