সৈয়দ আশরাফুল ইসলামের মৃত্যু
মহানগর ইউনিট কমান্ডের দোয়া ও মিলাদ মাহফিল

জনপ্রশাসন মন্ত্রী, আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য বীর মুক্তিযোদ্ধা সৈয়দ আশরাফুল ইসলামের মৃত্যুতে দোয়া ও মিলাদ মাহফিলে মোনাজাতের একাংশ।

চট্টগ্রাম : জনপ্রশাসন মন্ত্রী, বাংলাদেশ আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক, বর্তমান প্রেসিডিয়াম সদস্য, বিএলএফ কমান্ডার ও বীর মুক্তিযোদ্ধা সৈয়দ আশরাফুল ইসলামের মৃত্যুতে বাংলাদেশ মুক্তিযোদ্ধা সংসদ, চট্টগ্রাম মহানগর ইউনিট কমান্ডের উদ্যোগে দোয়া ও মিলাদ মাহফিলের আয়োজন করা হয়েছে।

শনিবার (৫ জানুয়ারি) বিকেল ৫টায় নগরীর দারুল ফজল মার্কেটস্থ সংসদের কার্যালয়ে অনুষ্ঠিত দোয়া মাহফিল পরিচালনা করেন দারুল ফজল মার্কেট মসজিদের পেশ ইমাম আলহাজ্ব মাওলানা ফজল আহমদ।

আরো পড়ুন : প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে অভিনন্দন এরশাদের

এ সময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন মুক্তিযোদ্ধা সংসদ চট্টগ্রাম মহানগর ইউনিট কমান্ডার মোজাফফর আহমদ, ডেপুটি কমান্ডার শহিদুল হক চৌধুরী সৈয়দ, সহকারী কমান্ডার সাধন চন্দ্র বিশ্বাস, সহকারী কমান্ডার খোরশেদ আলম (যুদ্ধাহত), সহকারী কমান্ডার এফএফ আকবর খান, বীর মুক্তিযোদ্ধা এ্যাডভোকেট সুনীল সরকার, বীর মুক্তিযোদ্ধা আবদুল লতিফ, পাহাড়তলী থানা কমান্ডার হাজী জাফর আহমদ, বন্দর থানা কমান্ডার কামরুল আলম যতু, সদরঘাট থানা কমান্ডার জাহাঙ্গীর আলম, পতেঙ্গা থানা কমান্ডার মো. জাগির হোসেন, চান্দগাঁও থানা কমান্ডার মো. কুতুব উদ্দিন, আকবর শাহ থানা কমান্ডার মো. সেলিম উল্লাহ, আকবর শাহ থানার ডেপুটি কমান্ডার মো. নূর উদ্দিন, হালিশহর থানার ডেপুটি কমান্ডার মো. ময়নুল হোসেন, খুলশী থানার ডেপুটি কমান্ডার লিয়াকত হোসেন, বীর মুক্তিযোদ্ধা আব্দুস সবুর, আলা উদ্দিন, আরিফুল খোকন, সিদ্দিক আহমদ, অধ্যাপক সামশুদ্দিন, হেলাল উদ্দিন, আবদুল মান্নান, রমিজ উদ্দিন, ওয়াহিদুল্লাহ, দিলীপ দাশ, সামশুল আলম, আবদুল শুক্কুর, মো. আবু নাছের, মোজাম্মেল হক, আশীষ গুপ্ত, নূর আহমদ, মোহাম্মদ মিয়া, মো. ফারুক, মির্জা আরিফুল ইসলাম, হাজী আবদুস সালাম, হাজী মো. ইসমাইল, মোস্তাফিজুর রহমান, শহিদুল ইসলাম দুলু, মুক্তিযোদ্ধা পরিবারবর্গের সভাপতি মো. জসিম উদ্দিন, মুক্তিযোদ্ধা সংসদ সন্তান কমান্ড কেন্দ্রীয় কমিটির সিনিয়র সদস্য সরওয়ার আলম চৌধুরী মনিসহ সর্বস্তরের বীর মুক্তিযোদ্ধা ও মুক্তিযোদ্ধার সন্তানবৃন্দ।

নেতৃবৃন্দরা সৈয়দ আশরাফুল ইসলামের রুহের মাগফেরাত কামনায় মোনাজাত করেন এবং পরিবার-পরিজনের প্রতি গভীর সমবেদনা জ্ঞাপন করেন।

শেয়ার করুন