চট্টগ্রামে বিনামূল্যে অপারেশন করবে আমেরিকার রোটাপ্লাস্ট

চট্টগ্রাম : এসিডদগ্ধ, অগ্নিদগ্ধ, ঠোঁট কাটা ও তালু কাটা রোগীদের বিনামূল্যে অপারেশন করবে আমেরিকার রোটাপ্লাস্ট। আগামী ৯ জানুয়ারি থেকে টানা ১০ দিন নগরীর নাসিরাবাদ এলাকায় সাউদার্ন মেডিকেল কলেজ হাসপাতালে এ ফ্রি চিকিৎসা ক্যাম্প অনুষ্ঠিত হবে। আগ্রাহীদের রেজিষ্ট্রেশন করার জন্য আহাবন জানিয়েছেন রোটারী ক্লাব অব আগ্রাবাদ এর সেক্রেটারী রোটারিয়ান এইচ এম তানভীর।

আরো পড়ুন : আগের মন্ত্রিসভার ৩৪ হ্যাভিওয়েট নেতাই বাদ

রোটারী ক্লাব অব আগ্রাবাদ, সাউদার্ন মেডিকেল কলেজ হাসপাতাল এবং রোটাপ্লাস্ট ইন্টারন্যাশনাল আমেরিকা যৌথ উদ্যোগে ফ্রি মেডিকেল ক্যাম্প আয়োজন করে। চিকিৎসা সেবা প্রদান করবে আমেরিকা থেকে আগত একদল সুদক্ষ বিশেষজ্ঞ চিকিৎসক।

আগামী ৯ জানুয়ারি সকাল ৮টায় রেজিস্ট্রেশনকৃত সকল রোগী সাউদার্ন মেডিকেল কলেজ হাসপাতলে সেবা গ্রহণের জন্য আহবান জানিয়েছেন

আগ্রহী রোগী রেজিষ্ট্রেশন করার জন্য হাসপাতালের অভ্যর্থনা কক্ষ ও নিম্নে বর্ণিত ফোন নাম্বারে যোগাযোগ করার জন্য বিশেষভাবে অনুরোধ জানানো হয়েছে। টেলিফোন ০৩১-২৫৮১৯৮২, ০১৮৩৯-৬৯৭৪৪৪ (হাসপাতাল) এবং রোটারিয়ানবৃন্দ : ০১৭১১-৭৪৯০৪২, ০১৬১১-৯৩৮৫৭৬, ০১৮১৯-৩১৪১৯০, ০১৭১১-৭৪৮৬২৭, ০১৮১৯-৩৪৩০৩১ ও ০১৯৩৪-৮১৬৪০২

শেয়ার করুন