এ বিজয় বাঙালি জাতিসত্তার অস্তিত্ব রক্ষার সৃদুঢ় ম্যান্ডেট : মেয়র

বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের স্বদেশ প্রত্যাবর্তন দিবসের আলোচনা সভায় বক্তব্য রাখছেন সিটি মেয়র আ জ ম নাছির উদ্দিন।

চট্টগ্রাম : চট্টগ্রাম সিটি কর্পোরেশনের মেয়র ও মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আ জ ম নাছির উদ্দীন বলেছেন, অর্থনৈতিক মুক্তিই হল স্বাধীনতার মুল ভিত্তি সধ্য সমাপ্ত একাদশ জাতীয় সংসদ নির্বাচনের বিজয়কে অর্থবহ করার জন্য স্বাধীনতার স্তপতি বঙ্গবন্ধুর সোনার বাংলা গড়ার বাস্তবায়নে কঠিন চ্যালেঞ্জ মোকাবেলা করতে হবে।

বৃহস্পতিবার (১০ জানুয়ারি) বিকেলে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের স্বদেশ প্রত্যাবর্তন দিবসের কেন্দ্রীয় শহীদ মিনার চত্বরে নগর আওয়ামী লীগের আলোচনা সভায় তিনি এ কথা বলেন।

আরো পড়ুন : ৬ লাখ টাকাসহ শুল্ক কর্মকর্তা গ্রেফতার চট্টগ্রামে

মেয়র বলেন, বঙ্গবন্ধুর সোনার বাংলা বির্নিমাণে নেত্রী যাদের দায়িত্ব দিয়েছেন তাদেরকে সচেতনভাবে সামনের দিকে এগিয়ে যেতে হবে।’

তিনি বলেন, ‘অর্জিত বিজয়ে আত্মতুষ্টি প্রয়োজন নেই, সবচেয়ে বেশি প্রয়োজন যারা আমাদের দলকে ক্ষমতায় এনেছেন তাদেরকে একটি সুন্দর বাসযোগ্য মাতৃভূমি উপহার দেয়া।’

সভাপতির বক্তব্যে নগর আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি মাহতাব উদ্দিন চৌধুরী বলেন, ‘৩০ ডিসেম্বর একটি ঐতিহাসিক দিন। এ দিনে গণতন্ত্র ও সংবিধান রক্ষা হয়েছে এবং জনগণ মুক্তিযুদ্ধের স্বপক্ষের শক্তিকে ক্ষমতায় আসীন করেছে। তাই সর্বক্ষেত্রে এ বিজয় বাঙালি জাতিসত্তার অস্তিত্ব রক্ষার সৃদুঢ় ম্যান্ডেট।’

নগর আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক শফিক আদনানের সন্চালনায় বক্তব্য রাখেন নগর আওয়ামী লীগের সহ-সভাপতি নঈম উদ্দিন চৌধুরী, অ্যাডভোকেট ইব্রাহিম হোসেন চৌধুরী বাবুল, খোরশেদ আলম সুজন, যুগ্ম সাধারণ সম্পাদক বদিউল আলম, সাংগঠনিক সম্পাদক চৌধুরী হাসান মাহমুদ হাসনী।

সভায় উপস্থিত ছিলেন নগর আওয়ামী লীগের সহ-সভাপতি অ্যাডভোকেট সুনীল কুমার সরকার, জহিরুল আলম দোভাষ, আলতাফ হোসেন চৌধুরী বাচ্চু, কোষাধ্যক্ষ ও চট্টগ্রাম উন্নয়ন কর্তৃপক্ষের চেয়ারম্যান আবদুচ ছালাম, উপদেষ্টা শেখ মোহাম্মদ ইছহাক, সম্পাদকমন্ডলীর সদস্য নোমান আল মাহমুদ, শফিকুল ইসলাম ফারুক, অ্যাডভোকেট শেখ ইফতেখার সাইমুল চৌধুরী, জহরলাল হাজারী সহ আরও অনেকে।

শেয়ার করুন