গণমাধ্যমকর্মীদের উদ্বেগ নিরসনে কাজ করা হবে : তথ্যমন্ত্রী

মঙ্গলবার সকালে চট্টগ্রাম সার্কিট হাউজে সাংবাদিকদের সঙ্গে কথা বলেন তথ্যমন্ত্রী ড. হাছান মাহমুদ।

চট্টগ্রাম : ডিজিটাল নিরাপত্তা আইন নিয়ে গণমাধ্যম কর্মীদের উদ্বগের বিষয়টি উড়িয়ে দিয়ে তথ্যমন্ত্রী ড. হাছান মাহমুদ বলেছেন, ‘ডিজিটাল নিরাপত্তা আইন বলুন বা অন্যান্য আইন বলুন, যেকোনো আইনের প্রেক্ষিতে সাংবাদিক সমাজের যে উদ্বেগ আছে, সেই উদ্বেগ নিরসন করার লক্ষ্যে আমি কাজ করব। এ ব্যাপারে আমি আপনাদের সহযোগিতা চাই।’

মঙ্গলবার (১৫ জানুয়ারি) সকালে চট্টগ্রাম সার্কিট হাউজে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময়কালে এসব কথা বলেন তথ্যমন্ত্রী হাছান মাহমুদ।

মন্ত্রী বলেন, ‘বর্তমানে ওয়েজবোর্ডের আওতায় টেলিভিশন নাই। আমি গতকালও বলেছি, টেলিভিশন সাংবাদিকতাও সেখানে আসা দরকার। ইলেকট্রনিক মিডিয়াকেও ওয়েজবোর্ডের আওতায় অন্তর্ভুক্ত করা হবে। পরবর্তীতে এটি নিয়ে আমরা কাজ করব।’ ওয়েজবোর্ড বাস্তবায়ন করবে_এমন ঘোষণা দিয়ে কেউ তা না করে থাকলে সেটিও তদারক করা হবে বলে জানান তথ্যমন্ত্রী।

অনলাইন পত্রিকা ও অনলাইন টেলিভিশন পরিচালনার জন্য রেজিস্ট্রেশন ও নীতিমালা তৈরির কাজ শুরু হয়েছে জানিয়ে তথ্যমন্ত্রী বলেন, ‘আইন ও নীতিমালার আওতায় আনা হলে ভুঁইফোড় অনলাইন ও অনলাইন টিভি বন্ধ হয়ে যাবে।’

তিনি বলেন, ‘২০০৮ সালে আমরা দুইটি স্বপ্নের কথা বলেছিলাম। একটি হচ্ছে ডিজিটাল বাংলাদেশ, আরেকটি হচ্ছে দিনবদল। যখন ডিজিটাল বাংলাদেশের স্লোগান দেই আমরা তখন অনেকেই এটিকে নিছক নির্বাচনী স্লোগান বলে হাস্যরস করেছিল। ডিজিটাল বাংলাদেশ এখন স্বপ্ন নয়, ডিজিটাল বাংলাদেশ বাস্তবতা।

ড. হাছান মাহমুদ বলেন, ‘১৭ কোটি মানুষের দেশে ১৫ কোটি সিম ইউজার, ১৪ কোটি মোবাইল ফোন ইউজার। এখন রিকশাওয়ালা ভাইয়ের হাতে মোবাইল ফোন, একজন ভিক্ষুকের হাতে মোবাইল ফোন। মোবাইল ফোনে এখন শুধু কথা বলা যায় তা নয়, ছবি দেখা যায়, ভিডিও কল করা যায়। পরীক্ষার রেজাল্ট পাওয়া যায়, টেলিমেডিসিনে ডাক্তারের পরামর্শ পাওয়া যায়, গ্রামের কৃষক মোবাইলে ফসলের ছবি পাঠিয়ে কৃষি অফিসারের পরামর্শ নেন।’

এ সময় উপস্থিত ছিলেন নগর আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি মাহতাব উদ্দিন চৌধুরী, সাধারণ সম্পাদক ও সিটি মেয়র আ জ ম নাছির উদ্দীন, দক্ষিণ জেলা আওয়ামী লীগের সভাপতি মোসলেম উদ্দিন আহমেদ, চট্টগ্রাম জেলা পরিষদের চেয়ারম্যান ও উত্তর জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এম এ সালাম, দক্ষিণ জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মফিজুর রহমানসহ আওয়ামী লীগ নেতারা।

শেয়ার করুন