বদরখালী ইলিশিয়ায় সংবর্ধনা সমাবেশে এমপি জাফর
চকরিয়া-পেকুয়ার প্রতিটি গ্রামের মানুষ পাবে শহরের সব সুবিধা

বদরখালীতে আওয়ামীলীগের সংবর্ধনা সমাবেশে এমপি জাফর আলমকে স্বর্ণের নৌকা সাদৃশ্য কোটফিন পরিয়ে দেয়া হচ্ছে।

চকরিয়া : মাতামুহুরী সাংগঠনিক উপজেলার বদরখালী ও পশ্চিমবড় ভেওলা ইউনিয়নে আওয়ামীলীগের গণসংবর্ধনায় জনগনের শুভেচ্ছায় সিক্ত হয়েছেন চকরিয়া-পেকুয়া আসনের নবনির্বাচিত এমপি ও চকরিয়া উপজেলা আওয়ামীলীগের সভাপতি আলহাজ জাফর আলম।

বুধবার (১৬ জানুয়ারী) বিকালে বদরখালী ইউনিয়ন পরিষদ মাঠে ইউনিয়ন আওয়ামীলীগ এবং ইউনিয়নের
বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান, বিভিন্ন সংগঠনের উদ্যোগে এমপি জাফর আলমকে গণসংবর্ধনা দেয়া হয়।

আরো পড়ুন : চকরিয়া-পেকুয়ার প্রতিটি গ্রামের মানুষ পাবে শহরের সব সুবিধা

অপরদিকে এদিন সন্ধ্যা ছয়টায় পশ্চিম বড় ভেওলা ইউনিয়ন আওয়ামীলীগ ও সাবেক চেয়ারম্যান আলহাজ শাহাব উদ্দিনের আয়োজনে দরবেশকাটা স্টেশনে এমপি জাফর আলমকে গণসংবর্ধনা দেয়া হয়। এর আগে দুপুরে বদরখালী কলেজের আয়োজনে নবনির্বাচিত এমপিকে সংবর্ধনা জানানো হয়েছে। সকালে খুটাখালী উচ্চ বিদ্যালয়ের প্রয়াত শিক্ষক রেজা স্মরণে গোল্ডকাপ টুর্নামেন্ট উদ্বোধন করেন সাংসদ আলহাজ জাফর আলম।

বদরখালী ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি সাবেক চেয়ারম্যান নুরে হোছাইন আরিফের সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক জসিম উদ্দিন টিটু ও যুগ্ম সম্পাদক শাহাব উদ্দিন শাকিলের সঞ্চালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন কক্সবাজার জেলা আওয়ামীলীগের সহ-সভাপতি ও সাবেক চকরিয়া উপজেলা চেয়ারম্যান রেজাউল করিম, চকরিয়া উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক চেয়ারম্যান গিয়াস উদ্দিন চৌধুরী, জেলা আওয়ামীলীগের সদস্য আমিনুর রশিদ দুলাল, চকরিয়া উপজেলা পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান শাফিয়া বেগম শম্পা, মাতামুহুরী সাংগঠনিক উপজেলা আওয়ামীলীগের সভাপতি ও ইউপি চেয়ারম্যান সিরাজুল ইসলাম বাবলা, সাধারণ সম্পাদক ও ইউপি চেয়ারম্যান মহসিন বাবুল, সহ-সভাপতি মকছুদুল হক ছুট্টো, মাতামুহুরী অঞ্চলের জেলা পরিষদ সদস্য আলহাজ আবু তৈয়ব, চকরিয়া উপজেলা আওয়ামীলীগের সহ-সভাপতি সহ-সভাপতি আলহাজ ফজলুল করিম সাঈদী, ছৈয়দ আলম কমিশনার, যুগ্ম সম্পাদক শাহনেওয়াজ তালুকদার, চকরিয়া পৌরসভা আওয়ামী লীগের সহ-সভাপতি মো.ওয়ালিদ মিল্টন,আওয়ামীলীগ নেতা নুরে হাবিব তছলিম, চকরিয়া উপজেলা আওয়ামীলীগের প্রচার সম্পাদক আবু মুছা (দুবাই), চকরিয়া উপজেলা স্বেচ্ছাসেবকলীগের সভাপতি শওকত হোসেন।

বক্তব্য রাখেন চকরিয়া উপজেলা মহিলা আওয়ামীলীগের সভাপতি সাবেক উপজেলা ভাইস চেয়ারম্যান জাহানারা পারভীন, সাধারণ সম্পাদক জেসমিন হক জেসি চৌধুরী, বদরখালী ইউপি চেয়ারম্যান খাইরুল বশর, সাবেক চেয়ারম্যান মোহাম্মদ আলী চৌধুরী, মাতামুহুরী উপজেলা যুবলীগের আহবায়ক আনসারুল করিম, কোনাখালী ইউপি চেয়ারম্যান দিদারুল হক সিকদার, পশ্চিমবড় ভেওলা ইউনিয়ন আওয়ামীলীগের সাধারণ সম্পাদক ইব্রাহিম খলিল, বদরখালী আওয়ামীলীগের আনম হেফাজ সিকদার, শেখ সালাহউদ্দিন, জসিম উদ্দিন কিশোর, বদরখালী ইউনিয়ন যুবলীগের সভাপতি ইউনুছ ছিদ্দিকী, সাধারণ সম্পাদক হাজি হামিদ হোছাইন প্রমুখ।

বদরখালীর সংবর্ধনা অনুষ্ঠানে চকরিয়া উপজেলা নির্বাচনে সম্ভাব্য চেয়ারম্যান প্রার্থী নুরে হাবিব তছলিম প্রধান অতিথি আলহাজ জাফর আলম এমপিকে স্বর্ণের নৌকা সাদৃশ্য কোটফিন উপহার দেন।

অপরদিকে গতকাল সন্ধ্যায় দরবেশকাটা স্টেশনে পশ্চিম বড়ভেওলার সাবেক চেয়ারম্যান আলহাজ শাহাব উদ্দিনের সভাপতিত্বে নবনির্বাচিত এমপি আলহাজ জাফর আলমকে সংবর্ধনা দেয়া হয়েছে। আওয়ামীলীগের নেতাকর্মী ছাড়াও সর্বস্তরের জনসাধারণ ওইসময় এমপি জাফর আলমকে ফুলেল শুভেচ্ছায় সিক্ত করেন।

অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন চকরিয়া উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক চেয়ারম্যান গিয়াস উদ্দিন চৌধুরী, জেলা আওয়ামীলীগের সদস্য আমিনুর রশিদ দুলাল, চকরিয়া উপজেলা পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান শাফিয়া বেগম শম্পা, মাতামুহুরী সাংগঠনিক উপজেলা আওয়ামীলীগের সভাপতি ও ইউপি চেয়ারম্যান সিরাজুল ইসলাম বাবলা, সাধারণ সম্পাদক ও ইউপি চেয়ারম্যান মহসিন বাবুল, সহ-সভাপতি মকছুদুল হক ছুট্টো, মাতামুহুরী অঞ্চলের জেলা পরিষদ সদস্য আলহাজ আবু তৈয়ব, চকরিয়া উপজেলা আওয়ামীলীগের সহ-সভাপতি সহ-সভাপতি আলহাজ ফজলুল করিম সাঈদী, ছৈয়দ আলম কমিশনার, যুগ্ম সম্পাদক শাহনেওয়াজ তালুকদার, চকরিয়া পৌরসভা আওয়ামী লীগের সহ-সভাপতি মো.ওয়ালিদ মিল্টন,পুর্ববড় ভেওলা ইউনিয়নের সাবেক চেয়ারম্যান এমডি নুরুল কাদের, বিএমচর ইউপি চেয়ারম্যান এসএম জাহাংগীর আলম, সাবেক চেয়ারম্যান আলহাজ বদিউল আলম, মাতামুহুরী উপজেলা সাংগঠনিক সম্পাদক এম আজিজুর রহিম, মাতামুহুরী উপজেলা কৃষকলীগের সাধারণ সম্পাদক ফজল কাদের, মাতামুহুরী ছাত্রলীগের সাবেক যুগ্ম আহবায়ক এডভোকেট রবিউল হোসেন, আওয়ামীলীগ নেতা নুরুস চোবাহান, ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি শাহনেওয়াজ, সালাহ উদ্দিন, চকরিয়া উপজেলা ছাত্রলীগের সভাপতি মোহাম্মদ মারুফ, সাধারণ সম্পাদক রুবেল মাহমুদ, মাতামুহুরী উপজেলা ছাত্রলীগের সভাপতি হুমায়ুন কবির চৌধুরী, সাধারণ সম্পাদক মিজবাহ উদ্দিন বেলাল, চকরিয়া পৌরসভা ছাত্রলীগের সভাপতি মিজানুর রহমান, সাধারণ সম্পাদক সোহেল রানা পারভেজ, ও সাবেক ছাত্রনেতা আবদুল বারেক টিপু প্রমুখ।

সংবর্ধনার জবাবে কক্সবাজার-১ আসনের নবনির্বাচিত এমপি জাফর আলম বলেন, স্বাধীনতার ৪৫ বছর পর আপনারা নৌকায় ভোট দিয়ে আওয়ামী লীগকে এই আসন উপহার দিয়েছেন। জননেত্রী শেখ হাসিনার মুখ উজ্জল করেছেন। এইজন্য আমি আপনাদের কাছে ঋণী।

উন্নয়নের মাধ্যমে আমি আপনাদের এই মর্যাদার প্রতিদান দিতে চাই। তিনি বলেন, আমার নির্বাচনী ইশতেহারে চকরিয়া-পেকুয়ার উন্নয়নের রূপরেখা ঘোষণা করি। এ মধ্যে আমি কাজ শুরু করে দিয়েছি। পাঁচ বছরের মধ্যে চকরিয়া-পেকুয়া উপজেলার প্রতিটি গ্রামে শহরের সব সুবিধা দেয়া হবে। এছাড়াও উন্নয়নের ক্ষেত্রে অবহেলিত এলাকা গুলোকে অধিক গুরুত্ব দেয়া হবে।

জাফর আলম এমপি বলেন, চকরিয়া-পেকুয়ার মানুষ মমতাময়ী শেখ হাসিনার প্রতি আস্থা রেখেছেন। নৌকাকে বিজয়ী করেছেন। নির্বাচনী প্রচারনার সময় আমি কথা দিয়েছিলাম, ইনশাল্লাহ জনগনের ভোটে বিজয়ী হলে চকরিয়া-পেকুয়া উপজেলার সমান উন্নয়নের পাশাপাশি মাতামুহুরীতে পুর্নাঙ্গ উপজেলা এবং উপকুলের জনগনের সুচিকিৎসা নিশ্চিতে ৩১ শয্যা বিশিষ্ট একটি নতুন হাসপাতাল দেবো। আজ কথা দিচ্ছি জননেত্রী শেখ হাসিনার আমলে আগামী পাঁচবছরে আমার দেয়া সব ওয়াদা ইনশাল্লাহ পুরন করবো। একই সঙ্গে আগামীতে বদরখালীতে নতুন পৌরসভা উপহার দেব।