আইটি ভিলেজ নির্মিত হবে সাতকানিয়ার দেওদীঘিতে : নদভী

সাতকানিয়ার ঐতিহ্যবাহী দেওদীঘি কেএম উচ্চ বিদ্যালয়ের এক্স-স্টুডেন্ট ফোরামের সাথে মতবিনিময়কালে সংসদ সদস্য অধ্যাপক ড. আবু রেজা মো: নিজামুদ্দীন নদভীকে ফুলেল শুভেচ্ছা জানান ফোরাম নেতৃবৃন্দ।

চট্টগ্রাম : সাতকানিয়া-লোহাগাড়া আসনের সংসদ সদস্য অধ্যাপক ড. আবু রেজা মো: নিজামুদ্দীন নদভী বলেছেন, ‘বর্তমান সরকার ডিজিটাল বাংলাদেশ গঠনে বিপুলভাবে সফল হয়েছে। আমরা এই সফলতা আরো বেশি হারে গ্রামে-গঞ্জেও প্রসার ঘটাতে চাই। এরই অংশ হিসেবে চট্টগ্রামের সাতকানিয়া উপজেলার ঐতিহ্যমন্ডিত দেওদীঘিতে সরকারের আইসিটি বিভাগের অধীনে আইটি ভিলেজ নির্মাণের পরিকল্পনা করা হয়েছে। দেওদীঘি এলাকাটি দক্ষিণ চট্টগ্রামের কয়েকটি উপজেলার (সাতকানিয়া, লোহাগাড়া, বাঁশখালী, চন্দনাইশ, চকরিয়া) কেন্দ্রস্থলে হওয়ায় এই ভিলেজটি সেতুবন্ধনের মতো কাজ করতে পারে।’

শনিবার (১৯ জানুয়ারি) রাতে সাতকানিয়ার ঐতিহ্যবাহী দেওদীঘি কে. এম. উচ্চ বিদ্যালয়ের এক্স-স্টুডেন্ট ফোরামের সাথে মতবিনিময়কালে এসব কথা বলেন।

আরো পড়ুন : হাঁটাচলায় কষ্ট, খেতেও পারছেন না এরশাদ যাচ্ছেন সিঙ্গাপুর

চট্টগ্রাম মহানগরীর আল্লামা ফজলুল্লাহ ফাউন্ডেশন মিলনায়তনে আয়োজিত এই মতবিনিময়কালে অধ্যাপক ড. আবু রেজা মো: নিজামুদ্দীন নদভী আরো বলেন, ‘দক্ষিণ চট্টগ্রামের ঐতিহ্যবাহী এই স্কুলটির অবকাঠামোগত আরো উন্নয়ন করা হবে। এরপর এটিকে কলেজে রূপান্তরের উদ্যোগ নেয়া হবে। এছাড়া উক্ত এলাকায় একটি হাসপাতাল প্রতিষ্ঠা, ব্যাংকসহ বিভিন্ন প্রতিষ্ঠানের অফিস চালুর বিষয়েও পদক্ষেপ নেয়া হবে।’ তিনি এসব কাজে এক্স-স্টুডেন্ট ফোরামের সক্রিয় সম্পৃক্ততা অব্যাহত রাখার আহ্বান জানান।

এ সময় এক্স স্টুডেন্ট ফোরামের পক্ষে উপস্থিত ছিলেন ফোরামের সভাপতি এবং মাদার্শা ইউনিয়নের চেয়ারম্যান আ.ন.ম. সেলিম চৌধুরী, বিশিষ্ট ব্যবসায়ী মো: নুরুল আলম, আতাউর রহমান কাইছার, মোহাম্মদ নাছির উদ্দন, ব্যাংক কর্মকর্তা মোহাম্মদ নিজামুল হক চৌধুরী, সংবাদকর্মী এস.এম. ওমর ফারুক সিকদার, ব্যবসায়ী মো: জালাল উদ্দিন রুমি, মো: রাশেদ, চুয়েটের সহকারী রেজিস্ট্রার মোহাম্মদ ফজলুর রহমান, এরাবিয়ান ইন্টারন্যাশনাল মাদরাসার পরিচালক হাবিবা নাজনীন মুন্নী, প্রেরণ অটিজম’এর পরিচালক মোহাম্মদ নাজিম উদ্দিন, বিশিষ্ট উদ্যোক্তা মো: মোজাম্মেল হক, লুৎফুন্নেছা চৌধুরী, সেলিম সিদ্দিকী, মো: হাসান, শফিকুল আজম চৌধুরী প্রমুখ।