সৌদি নারী বিয়ে করলে ভিনদেশী পুরুষ পাবেন রোজগারের সুযোগ

সৌদি নারীদের বিয়ে করলে রোজগারের সুযোগ

সৌদি নারীদের বিয়ে করলেই ভিনদেশের পুরুষরা পাবে দেশটিতে রোজগারের সুযোগ_এমন আইন তৈরি করে এবার ভিনদেশের পুরুষদের আমন্ত্রণ জানিয়েছে সৌদি সরকার। সুযোগ হাতছাড়া করতে না চাইলে এখনই গুছিয়ে নিতে পারেন নিজেকে। অর্থাৎ এক বিয়েতে ক্যারিয়ার তৈরির অপূর্ব সুযোগ। তবে এমন আশা যারা করবেন তাদেরকে আগে থেকে একটি রেজিষ্ট্রেশন করতে হবে।

দেশে পুরুষের তুলনায় নারীর সংখ্যা বেশি। ফলে দেশের বহু নারীই অবিবাহিত থেকে যান। এবার এই সমস্যা সমাধানে আদা-জল খেয়ে নেমেছে সৌদি সরকার। বিয়ে করার জন্য আমন্ত্রণ জানানো হচ্ছে ভিনদেশের ছেলেদেরকে।

আন্তর্জাতিক সংবাদ মাধ্যমের দেওয়া তথ্য অনুযায়ী, এবার সৌদি নারীদের বিদেশিরাও বিয়ে করতে পারবেন। সুযোগ করে দিচ্ছে সৌদি সরকার।সংবাদ মাধ্যম জানায়, এখানেই শেষ নয়, থাকছে রোজগারেরও সুযোগ। সৌদি কর্তৃপক্ষ প্রবাসীদের জন্য সৌদি নারীদের বিয়ে করার বিধি-নিষেধ তুলে নিয়েছেন। তবে এই সুবিধা পেতে ‘স্পেশাল এক্সপ্যাক্ট’ সিস্টেমে অগ্রিম রেজিস্ট্রি করাতে হবে। এর জন্য পেনশন-সহ বেতনের সুবিধাও ভোগ করতে পারবেন তারা। -এবেলা

শেয়ার করুন