এবার রোগী জিম্মি করে ইন্টার্ন চিকিৎসকদের রাজপথে আন্দোলন

বগুড়ার শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজের সামনে ইন্টার্ন চিকিৎসকদের মানববন্ধন। ছবি সংগৃহীত

এবার রোগীদের জিম্মি করে রাজপথে আন্দোলনে নেমেছে ইন্টার্ন চিকিৎসকরা। যানবাহন শ্রমিকদের ধর্মঘট জিম্মিদশা থেকে যাত্রীসাধারণ মুক্তি পাওয়ার পর এবার খবর পাওয়া গেছে ইন্টার্ন চিকিৎসকদের কাছে জিম্মি হয়ে পরেছে দেশের অন্তত ছয় মেডিক্যাল কলেজ হাসপাতালের সাধারণ রোগীরা। ইন্টার্ন চিকিৎসকরা বলছেন, বগুড়ার চার ইন্টার্ন চিকিৎসকের বহিষ্কারাদেশ প্রত্যাহারসহ নিরাপদ কর্মস্থলের দাবিতেই তাদের এই আন্দোলন।

জানা গেছে, গুড়ার শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে এক রোগীর স্বজনকে মারধরের ঘটনায় কর্তৃপক্ষ চার ইন্টার্ন চিকিৎসকের বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা নেওয়ায় ওই হাসপাতালের ইন্টার্ন চিকিৎসকদের অনির্দিষ্টকালের কর্মবিরতি অব্যাহত রয়েছে। তবে চিকিৎসা কার্যক্রম সচল রাখতে জরুরি ইউনিট খোলা হচ্ছে বলে জানা গেছে।

শনিবার (৪ মার্চ) থেকে ওই ইন্টার্ন চিকিৎসকদের সঙ্গে একযোগে কর্মবিরতি শুরু করেছে দেশের আরও কয়েকটি মেডিকেল কলেজের ইন্টার্ন চিকিৎসকরা। ফলে রোগীদের দূর্ভোগের মাত্রা বেড়ে গেছে।

পূর্ব ঘোষণা ছাড়া তারা ৭২ ঘণ্টার কর্মবিরতি শুরু করলে চরম দুর্ভোগে পড়েন রোগীরা। অনেক রোগীর স্বজনরা ক্ষোভের সঙ্গে বলেন, কেউ অপরাধ করলে শাস্তি পাবেন। এর দায় অন্য চিকিৎসকরা কেন নেবেন। রোগীদের জিম্মি করে তাদের এ ধরনের কর্মসূচি মহৎ এই পেশার প্রতি চরম অবমাননা।

হাসপাতাল ক্যাম্পাসে মানববন্ধন কর্মসূচির মাধ্যমে আনুষ্ঠানিকভাবে অনির্দিষ্টকালের কর্মবিরতি পালনের ঘোষণা দিয়েছেন।

বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ (শজিমেক) হাসপাতাল, রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতাল, সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতাল, রংপুর মেডিকেল কলেজ হাসপাতাল, দিনাজপুর মেডিকেল কলেজ হাসপাতাল এবং নর্থ বেঙ্গল মেডিকেল কলেজে ইন্টার্ন চিকিৎসকরা আকস্মিক কর্মবিরতির ডাক দিলে রোগীর স্বজনরা দূর্ভোগে পরেন।

ইন্টার্ন চিকিৎসকরা কর্মবিরতি, মানববন্ধন ও সমাবেশ করেছেন। দুপুরে শহরের ধানবান্ধির হাসপাতাল চত্বরে প্রতিবাদ সমাবেশে বক্তারা বলেছেন, বগুড়ায় শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজে যে অনাকাঙ্খিত ঘটনা ঘটেছে, সেজন্য সরকার একপেশে সিদ্ধান্ত নিয়েছে। তাই অবিলম্বের চার ইন্টার্ন চিকিৎসকের বহিষ্কারাদেশ প্রত্যাহারসহ নিরাপদ কর্মস্থলের দাবিতেই এই আন্দোলন।

শেয়ার করুন