অর্থপাচারের অভিযোগ
পুলিশ পরিদর্শক ও তার স্ত্রীর বিরুদ্ধে চার্জশিট অনুমোদন

পুলিশ পরিদর্শক মো. ফিরোজ কবির

ঢাকা: অর্থপাচারের অভিযোগে পুলিশ পরিদর্শক মো. ফিরোজ কবির ও তা স্ত্রী সাবরিনা আহমেদ ইভার বিরুদ্ধে দায়ের হওয়া মামলায় অভিযোগপত্র (চার্জশিট) অনুমোদন দিয়েছে দুর্নীতি দমন কমিশন (দুদক)।

এ দম্পতি ৪ কোটি ৩৩ লাখ ৮১ হাজার ৮৯৮ টাকা অবৈধ সম্পত্তির রূপান্তর, স্থানান্তর এবং হস্তান্তর করে আইনের ২(ফ)(ঊ) ধারানুযায়ী অর্থপাচার করেছেন- এমন অভিযোগ তুলে তাদের বিরুদ্ধে অর্থপাচার প্রতিরোধ আইন, ২০১২ এর ৪(২) ও ৪(৩) ধারায় অভিযোগপত্র অনুমোদন দেয় দুদক।

দুদকের প্রধান কার্যালয়ের সহকারী পরিচালক সৈয়দ আতাউল কবীর ২০১৭ সালের ৩ অক্টোবর এ বিষয়ে রাজধানীর গুলশান থানায় একটি মামলা দায়ের করেন। তিনিই এ মামলার তদন্ত কর্মকর্তা ছিলেন। শিগগিরই এ বিষয়ে সংশ্লিষ্ট আদালতে অভিযোগপত্র দাখিল করা হবে। দুদকের একটি দায়িত্বশীল সূত্রে এ তথ্য জানা গেছে।

শেয়ার করুন