সৌদি জোট থেকে নাম প্রত্যাহার করেছে মরক্কো

.

ইয়েমেন যুদ্ধে সৌদি নেতৃত্বাধীন জোট থেকে নিজেদের নাম প্রত্যাহার করে নিয়েছে মরক্কো। দেশটির সরকারি কর্মকর্তাদের বরাত দিয়ে এমনটি জানিয়েছে সংবাদমাধ্যম আল জাজিরা।

নাম প্রকাশে অনিচ্ছুক কর্মকর্তা বৃহস্পতিবার সংবাদ সংস্থা এপিকে বলেন, সৌদি রাষ্ট্রদূতকেও দেশে ফিরতে বলেছে মরক্কো। তবে এ বিষয়ে আর বিস্তারিত কিছু বলেনি ওই কর্মকর্তারা।

প্রসঙ্গত,২০১৫ সাল থেকে ইয়েমেনে হাউথি বিদ্রোহীদের বিরুদ্ধে যুদ্ধ চালিয়ে যাচ্ছে সৌদি নেতৃত্বাধীন বাহিনী। আর এই যুদ্ধে সৌদির নেতৃত্বাধীন বাহিনীকে অস্ত্র সরবরাহ করে যাচ্ছে যুক্তরাষ্ট্র। সৌদি নেতৃত্বাধীন জোট এ পর্যন্ত প্রায় ১৮ হাজার অভিযান চালিয়েছে।