পরিবেশবান্ধব সার কারখানায় উৎপাদিত হবে গ্রানুলার ইউরিয়া: শিল্পমন্ত্রী

প্রকল্পের পরিদর্শনে শিল্পমন্ত্রী অ্যাডভোকেট নুরুল মজিদ মাহমুদ হুমায়ুন

নরসিংদী: শিল্পমন্ত্রী অ্যাডভোকেট নুরুল মজিদ মাহমুদ হুমায়ুন বলেছেন, কৃষিপ্রধান দেশ হিসেবে বাংলাদেশ স্বীকৃত। কৃষিকাজে সার অত্যন্ত জরুরী। নির্বাচনী অঙ্গীকার বাস্তবায়নের লক্ষ্যে প্রধানমন্ত্রী শেখ হাসিনা সার কারখানায় অধিক উৎপাদনের জন্য মেগা প্রকল্প হাতে নিয়েছেন। পলাশে ২টি ইউরিয়া সারকারখানাকে একিভূত করে দৈনিক ২ হাজার ৮ শত মেট্রিক টন (বার্ষিক ৯ লাখ ২৪ হাজার মেট্টিক টন) গ্রানুলার ইউরিয়া সার উৎপাদনের লক্ষ্যে প্রায় ১০ হাজার ৪ শত ৬১ কোটি টাকা ব্যয়ে প্রকল্পটি হাতে নেয়া হয়েছে। প্রধানমন্ত্রী শীঘ্রই প্রকল্পটির ভিত্তিপ্রস্তর স্থাপন করবেন। এ জন্যই প্রকল্পটি পরিদর্শনে আসা।

তিনি জানান, আগামী ২০২২ সালে সর্বাধুনিক প্রযুক্তি নির্ভর শক্তি সাশ্রয়ী ও পরিবেশবান্ধব এ সার কারখানাটিতে
দৈনিক ২ হাজার ৮ শত মেট্রিক টন গ্রানুলার ইউরিয়া উৎপাদিত হবে।

উল্লেখ্য, প্রকল্পটি সম্পূর্নরূপে পরিবেশবান্ধব সার কারখানা। এটাই বাংলাদেশে প্রথম সার কারখানা যেখানে কার্বন-ডাই-অক্সাইড গ্যাস ধারন করা সম্ভব হবে এবং ধারনকৃত কার্বন-ডাই-অক্সাইড ব্যবহার করে শতকরা ১০ ভাগ ইউরিয়া সারের উৎপাদন বৃদ্ধি করা সম্ভব হবে।

শিল্পমন্ত্রী অ্যাডভোকেট নুরুল মজিদ মাহমুদ হুমায়ুন এম.পি ও শিল্প প্রতিমন্ত্রী কামাল আহমেদ মজুমদার এম.পি রবিবার (১০ ফেব্রুয়ারি) সকালে প্রকল্পটি পরিদর্শন করেন।

এসময় নরসিংদী- ২ পলাশ আসনের সংসদ সদস্য ডা. আনোয়ারুল আশরাফ খান (দিলীপ), নরসিংদী- ৩ শিবপুর আসনের সংসদ সদস্য জহিরুল হক ভূইয়া মোহনসহ এলাকার গন্যমান্য ব্যক্তিবর্গ ও ইউরিয়া ফার্টিলাইজার ফ্যাক্টরী ঘোড়াশাল ও পলাশ ইউরিয়া ফার্টিলাইজার ফ্যাক্টরীর কর্মকর্তারা উপস্থিত ছিলেন।