সুনামগঞ্জ সদর উপজেলায় চেয়ারম্যান পদে জেলা যুবলীগের আহবায়ক খায়রুর হুদা চপলের প্রার্থিতা বদল সদর উপজেলা আ’লীগের সাধারণ সম্পাদক মোবারক হোসেনকে মনোনয়ন দিয়েছে আওয়ামীলীগ।
বুধবার (১৩ ফেব্রুয়ারি) সকালে প্রার্থিতা বদল করা হয়েছে বলে নিশ্চিত করেছেন এবং আ’লীগের কেন্দ্রীয় কার্যালয় থেকে বাতিল করার চিঠি হাতে পেয়েছেন জেলা আ’লীগের সাধারন সম্পাদক।
জানা যায়, গত ৯ ফেব্রুয়ারী কেন্দ্র থেকে সুনামগঞ্জ সদর উপজেলায় আ,লীগের প্রার্থী হিসেবে ঘোষণা করা খায়রুল হুদা চপলকে। ঐ দিন তার হাতে মনোনয়নপত্র তোলে দেয়া হয়। ১১ ফেব্রুয়ারী তিনি আ’লীগের প্রার্থী হিসেবে জেলা রিটানিং অফিসারের কার্যালয়ে মনোনয়নপত্র দাখিল করেন।
চপলের সঙ্গে স্বতন্ত্র (বিদ্রোহী) প্রার্থী হিসেবে সদর উপজেলা আ’লীগের সাধারণ সম্পাদক মোবারক হোসেন ও সাবেক ছাত্রলীগ নেতা সুনামগঞ্জ সরকারি কলেজের ভিপি মনিষ কান্তি দেও মনোনয়নপত্র দাখিল করেন।
সাধারণ সম্পাদক ব্যারিস্টার এম এনামুল কবির ইমন বলেন, বুধবার মনোনয়ন পুনঃবিবেচনাকালে দলীয় সভানেত্রী শেখ হাসিনা চপলকে বাদ দিয়ে মোবারকে দলীয় প্রার্থী হিসেবে মনোনয়ন দিয়েছেন। আসন্ন নির্বাচনে নৌকা প্রতীক নিয়ে সে লড়বে। আমরা মোবারকের নাম কেন্দ্রে জমা দেয়া তালিকায় দিয়েছিলাম, প্রথমে তাকে মনোনয়ন দেয়া হয় নি।