মিরপুরে ভুয়া ম্যাজিস্ট্রেট আটক

প্রতীকী

ঢাকা: রাজধানীর মিরপুর থেকে বাদশা আলমগীর (৪৫) নামে এক ভুয়া ম্যাজিস্ট্রেটকে আটক করেছে ‍পুলিশ।

বুধবার (১৩ ফেব্রুয়ারি) দুপুরে মিরপুরের সরকারি বঙ্গবন্ধু কলেজের সামনে থেকে তাকে গ্রেফতার করা হয়।

আরো পড়ুন: চকরিয়া থানা পরিদর্শনে চট্টগ্রাম রেঞ্জের ডিআইজি খন্দকার

পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানান, মিরপুরের সরকারি বঙ্গবন্ধু কলেজের সামনে জাবালে নূর পরিবহনের একটি বাস থামিয়ে কাগজ দেখতে চান বাদশা আলমগীর। তখন বাসচালক কাগজ দেখাতে অস্বীকৃতি জানালে তাকে মারধর করেন তিনি। এসময় ঘটনাস্থলের পাশে দায়িত্বরত পুলিশ এসে তার পরিচয় জানতে চেয়ে চ্যালেঞ্জ ছুড়লে বেরিয়ে আসে বাদশা আলমগীর একজন ভুয়া ম্যাজিস্ট্রেট। পরে তাকে আটক করা হয়।

পল্লবী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নজরুল ইসলাম বলেন, দুপুরে বাদশা আলমগীর নামে এক ভুয়া ম্যাজিস্ট্রেটকে আটক করা হয়েছে। তার বিরুদ্ধে মামলা প্রক্রিয়াধীন আছে।

শেয়ার করুন