
সুনামগঞ্জ: আসন্ন ৫ম উপজেলা পরিষদ নির্বাচন থেকে মনোনয়ন প্রত্যাহার করার ঘোষনা দিয়েছেন তাহিরপুর উপজেলা পরিষদ চেয়ারম্যান পদ প্রার্থী জেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক ও তাহিরপুর উপজেলা পরিষদ চেয়ারম্যান কামরুজ্জামান কামরুল।
রবিবার (১৭ ফেব্রুয়ারি) রিটাংনিং কর্মকর্তার কাছে লিখিতভাবে আবেদন করেছেন তিনি।
কামরুজ্জামান কামরুল সামাজিক যোগাযোগ মাধ্যম ফেইসবুকে তার নিজস্ব আইডিতে আবেদনের কপি সোমবার (১৮ ফেব্রুয়ারি) ৬টা ১০মিনিটে আপলোড করে লিখেছেন, বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির সিদ্বান্ত মেনে আমি পঞ্চম উপজেলা পরিষদ নির্বাচনে আমি আমার প্রার্থিতা প্রত্যাহার করে নিলাম।
আশা রাখি দলের স্বার্থে আপনারা দলের সিদ্বান্তের সাথে একমত পোষন করবেন। তার এই স্ট্যাটাসে তার কর্মী ও সমর্থকরা বাহবা জানিয়ে অনেকেই শুভেচ্ছা জানিয়েছেন।