
খাগড়াছড়ি: দুর্বৃত্তের গুলিতে ১জন নিহত হয়েছে। মঙ্গলবার (২০ ফেব্রুয়ারি) সন্ধ্যা সাড়ে ৬টার দিকে জেলা শহরের
নারায়খাইয়া এলজিডি ভবনের সামনে এ ঘটনা ঘটে।
নিহতের নাম তুষার চাকমা (২৫)। নিহত তুষার ভোকেশনাল ট্রেনিং ইনস্টিটিউটের ছাত্র। পড়ালেখার পাশাপশি তিনি টমটম চালাতেন বলে জানা গেছে।
প্রত্যক্ষদর্শীরা জানান, খাগড়াছড়ি স্টেডিয়াম থেকে ফুটবল ম্যাচ শেষে যাত্রী নিয়ে আসার পথে আগে থেকে ওৎ পেতে থাকা সশস্ত্র সন্ত্রাসীরা এই ঘটনা ঘটিয়েছে। টমটম থামিয়ে খুব কাছ থেকে গুলি করায় ঘটনাস্থলেই তার মৃত্যু ঘটে।
খাগড়াছড়ি সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাহাদাত হোসেন টিটো ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, কে বা কারা কেনো এই হত্যাকান্ড ঘটিয়েছে, তা জানা যায়নি। নিহতের মরদেহ উদ্ধার করে ময়না তদন্তের জন্য হাসপাতালে পাঠানো হয়েছে।