
আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উদযাপন করেছে শিশু-কিশোর সংগঠন কক্সবাজার সিমুনিয়া খেলাঘর আসর।
এদিন কক্সবাজার কেন্দ্রীয় শহীদ মিনারে একুশের প্রথম প্রহরে পুষ্পমাল্য অর্পণকালে জেলা সভাপতি এম. জসিম উদ্দিন ছাড়াও উপস্থিত ছিলেন জেলা আওয়ামী লীগের সাংস্কৃতিক সম্পাদক এড. তাপস রক্ষিত, সম্মিলিত সংস্কৃতিক জোট কক্সবাজারের সভাপতি সত্যপ্রিয় চৌধুরী দোলন, সাধারণ সম্পাদক নজিবুল ইসলাম ও জেলা খেলাঘরের সাধারণ সম্পাদক কলিম উল্লাহ প্রমুখ।
ফুলেল শ্রদ্ধা নিবেদনকালে সিমুনিয়া খেলাঘর আসর নেতৃবৃন্দ মুক্তিযুদ্ধে ৩০ লক্ষ শহীদ ও সমভ্রম হারানো মা-বোনদের শ্রদ্ধাভরে
স্মরণ করেন।