
খাগড়াছড়িতে গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে গুরুতর আহত সাত জনের মধ্যে তিন জনের মৃত্যু হয়েছে।
মঙ্গলবার (১৯ ফেব্রুয়ারি) গ্যাস সিলিন্ডার বিস্ফোরণের পর উন্নত চিকিৎসার জন্য চার জনকে চট্টগ্রাম ও ঢাকায় প্রেরণ করা হয়।
এদের মধ্যে শনিবার (২৩ ফেব্রুয়ারি) আ: হামিদ (২৩) চট্টগ্রাম মেডিকেলে ও রবিবার (২৪ ফেব্রুয়ারি) ঢাকা বার্ন ইউনিডে ভূবন বিকাশ চাকমা (৫০) এবং সোমবার (২৫ ফেব্রুয়ারি) মো: জমির (২২) চট্টগ্রাম মেডিকেল
কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যায়। নিহত ভূবন বিকাশ চাকমার বাড়ি খাগড়াছড়ি জেলা সদরের পেরাছড়া ও বাকি দুইজন চট্টগ্রামের হাটহাজারির বাসিন্দা।
খাগড়াছড়ি সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহাদাত হোসেন টিটো ঘটনা সত্যতা নিশ্চিত করে এ ঘটনায় মামলার প্রস্তুতি চলছে বলে জানান তিনি।
প্রসঙ্গত, মঙ্গলবার (১৯ ফেব্রুয়ারি) ভোর রাতে খাগড়াছড়ি শহরের দক্ষিণ খবংপুড়িয়া এলাকায় ক্যান্টন এন্টারপ্রাইজের একটি গোডাউনে গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে সাতজন আহত হয়। এর মধ্যে চারজনকে গুরুতর আহত অবস্থায় প্রথমে চমেকে এবং পরে একজনকে ঢাকা বার্ন ইউনিডে ভর্তি করা হলে চিকিৎসারত অবস্থায় তিনজনের জনের মৃত্যু হয়।