চাষের জমির মাটি কেটে বিক্রির অভিযোগ

চাষের জমির মাটি কেটে বিক্রির অভিযোগ

আনোয়ার হাসান চৌধুরী : কক্সবাজারের রামুর খুনিয়াপালং ইউনিয়নের ধোয়াপালং ৬নং ওয়ার্ডের নয়াপাড়া বিলে চাষাবাদের জমি কেটে মাটি বিক্রির অভিযোগ উঠেছে। স্থানীয় ভাবে এনিয়ে বৈঠকও হয়েছে। গতকাল ভুক্তভোগি এতে কোন সুরাহা পাননি বলে অভিযোগ করেন।

আরো পড়ুন : ছুরিকাঘাতে গড়দুয়ারা ইউপি সদস্য নিহত

অভিযোগে জানা গেছে, নয়াপাড়া বিলের ২০ শতক চাষাবাদের জমি উক্ত ইউনিয়নের সাবেক চেয়ারম্যান মৃত আবদুর রহমানের পুত্র ওবাইদুল হক বাবুলের। বাবুল প্রবাসে থাকার সুযোগ নিয়ে এলাকার একদল ভুমিগ্রাসি তা দখলে নিতে তৎপর হয়ে ইতিমধ্যে জমি কর্তন ও মাটি বিক্রি করেছে। এলাকার প্রভাবশালি মৃত হাজী আবদুর রহিমের পুত্র আবদুল মালেক কোম্পানি ও মৃত আবদুল করিম (কালু সওদাগরের) পুত্র মোকতার আহমদের নেতৃত্বে এসব অপতৎপরতা সংগঠিত করা হয়েছে এমন অভিযোগ উঠেছে। তারা বিগত ১৫ দিন আগে এ ঘটনা সংগঠিত করেন।

এদিকে উপরোক্ত অভিযোগের সত্যতা নিশ্চিত করেছেন স্থানীয় ইউনিয়ন পরিষদের মহিলা সদস্য সাবেকুন নাহার। তিনি এ সংক্রান্ত একটি বৈঠকও হয়েছে বলে জানান।