গুইমারা উপজেলা পরিষদ নির্বাচনে উৎসবমূখর ভোট গ্রহণ

এসময়

খাগড়াছড়ি : জেলার নবসৃষ্ট গুইমারা উপজেলা পরিষদের প্রথম নির্বাচনে কোন অপ্রীতিকর ঘটনা ছাড়াই উৎসবমূখর পরিবেশে ভোট গ্রহণ সম্পন্ন হয়েছে। তবে বৃষ্টি ও প্রতিকুল আবহাওয়ার কারণে কেন্দ্রে ভোটার উপস্থিতি ছিল খুবই কম। সকাল থেকে গুঁড়ি গুঁড়ি বৃষ্টি উপেক্ষা করে ভোটার কেন্দ্রে এসে ভোট দিতে দেখা গেছে। এসময় নতুন উপজেলা পরিষদের নির্বাচনে ভোটারদের মাঝে বিপুল উৎসাহ উদ্দীপনা দেখা গেছে।  নিজ নিজ প্রার্থীর সমর্থকরা অধীর আগ্রহে অপেক্ষা করছে ফলাফলের জন্য।

নির্বাচন সংশ্লিষ্ট আইন শৃংখলাবাহিনীর সদস্যরা কঠোর নিরাপত্তা বলয়ে রেখেছে পুরো নির্বাচনী এলাকা।

এসময়

উপজেলায় আওয়ামীলীগ, বিএনপি এবং একজন স্বতন্ত্র প্রার্থী চেয়ারম্যান পদে লড়ছেন। এছাড়া নারী ভাইস চেয়ারম্যান পদে ২জন ও পুরুষ ভাইস চেয়ারম্যান পদে ৪জন প্রতিদ্বন্দ্বীতা করছেন।

অবাধ ও সুষ্ঠু নির্বাচন নিশ্চিত করতে নির্বাচনী মাঠে স্ট্রাইকিং ফোর্স হিসেবে তিন স্তরের নিরাপত্তা বাহিনী দায়িত্ব পালন করছে। টহলে রয়েছে র‌্যাব-৭।

শেয়ার করুন