চুয়েটে উন্নত ও টেকসই স্যানিটেশন বিষয়ক সেমিনার

চুয়েট উপাচার্যের সঙ্গে জার্মান প্রতিনিধি দল

চট্টগ্রাম: চট্টগ্রাম প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে ‘অ্যাডভান্সড অ্যান্ড রিসোর্স ওরিয়েন্টেড স্যানিটেশন’ বিষয়ক সেমিনার অনুষ্ঠিত হয়েছে।

রোববার (৩ মার্চ) বিশ্ববিদ্যালয়ের পুরকৌশল বিভাগের আয়োজনে এ সেমিনার অনুষ্ঠিত হয়।

এতে মূল প্রবন্ধ উপস্থাপন করেন জার্মানির দুই পরিবেশ কৌশল বিশেষজ্ঞ অধ্যাপক ইয়র্গ লনডং এবং অধ্যাপক লিজ বাখুবার।

সেমিনারে সেন্টার ফর এনভায়রনমেন্টাল সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং রিসার্চের চেয়ারম্যান অধ্যাপক ড. স্বপন কুমার পালিতসহ পুরকৌশল ও ডিজেস্টার অ্যান্ড এনভায়রনমেন্টাল ইঞ্জিনিয়ারিং বিভাগের শিক্ষক-শিক্ষার্থীরা অংশ নেন।

এর আগে সকালে জার্মানির দুই পরিবেশ কৌশল বিশেষজ্ঞ অধ্যাপক ইয়র্গ লনডং এবং অধ্যাপক লিজ বাখুবার নেতৃত্বে ৮ সদস্যের একটি প্রতিনিধি দল চুয়েটের ভারপ্রাপ্ত উপাচার্য অধ্যাপক ড. মো. সাইফুল ইসলামের সঙ্গে দেখা করেন।

এ সময় পুরকৌশল অনুষদের ডিন অধ্যাপক ড. মো. আব্দুর রহমান ভূঁইয়া, রেজিস্ট্রার (অতিরিক্ত দায়িত্ব) অধ্যাপক ড. ফারুক-উজ-জামান চৌধুরী, পুরকৌশল বিভাগের বিভাগীয় প্রধান অধ্যাপক ড. মো. মইনুল ইসলাম এবং জার্মান প্রতিনিধি দলের সমন্বয়ক ও পুরকৌশল বিভাগের সহযোগী অধ্যাপক ড. ফারজানা রহমান জুঁথী উপস্থিত ছিলেন।

শেয়ার করুন