চট্টগ্রাম বন্দর পরিচালকের সাথে মুক্তিযোদ্ধা সংসদের মতবিনিময়

বন্দর পরিচালক মো. মমিনুর রশিদের সাথে মতবিনিময় করছেন বাংলাদেশ মুক্তিযোদ্ধা সংসদ

চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষের (চবক) পরিচালক মো. মমিনুর রশিদ (উপ-সচিব) এর সাথে মতবিনিময় করেছেন বাংলাদেশ মুক্তিযোদ্ধা সংসদ চট্টগ্রাম মহানগর ইউনিট কমান্ড ও মুক্তিযোদ্ধা সংসদ সন্তান কমান্ডের নেতৃবৃন্দরা।

আরো পড়ুন : চট্টগ্রামে মাসব্যাপী ২৭তম আন্তর্জাতিক বাণিজ্য মেলা আজ

বন্দর ভবনস্থ তাঁর কার্যালয়ে সংসদের ইউনিট কমান্ডার মোজাফফর আহমদের নেতৃত্বে এই মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। মতবিনিময় সভায় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন নৌ কমান্ডো এএইচএম জিলানী চৌধুরী, বীর মুক্তিযোদ্ধা জাকির হোসেন মিজান, জেলা মুক্তিযোদ্ধা সংসদের সহকারী কমান্ডার মো. আলাউদ্দিন, মহানগর মুক্তিযোদ্ধা সংসদের সহকারী কমান্ডার সাধন চন্দ্র বিশ্বাস, সহকারী কমান্ডার এফএফ আকবর খান, বন্দর প্রাতিষ্ঠানিক কমান্ডের কমান্ডার মো. হুমায়ুন কবির, সাংবাদিক রনজিত কুমার শীল, মুক্তিযোদ্ধা সংসদ সন্তান কমান্ড কেন্দ্রীয় কমিটির সিনিয়র সদস্য মো. সরওয়ার আলম চৌধুরী মনি, সন্তান কমান্ড মহানগর কমিটির সদস্য সচিব কাজী মুহাম্মদ রাজীশ ইমরান, বন্দরে কর্মরত বীর মুক্তিযোদ্ধার সন্তান হাসান মো. আবু হান্নান, রিপন চৌধুরী, শেখ ফরিদ মিঠু, মো. ফরিদ উদ্দিন ফরিদ, জয়সেন বড়ুয়া, মো. নুরুল আলম, সাইফুল ইসলাম, মো. সোহেল রানা, মো. জুনায়েদ আহমদ, মো. আবদুল কাদের, সৈয়দ শাহরিয়ার শচীন, আহসান কবির ও মো. সবুজ।

মতবিনিময়কালে চট্টগ্রাম বন্দরে কর্মরত বীর মুক্তিযোদ্ধার সন্তানদের সার্বিক সহযোগিতার আশ্বাস দেন পরিচালক (প্রশাসন) মো. মমিনুর রশিদ।

শেয়ার করুন