চট্টগ্রামে বিপুল পরিমাণ নকল ইলেক্ট্রনিক্স পণ্য উদ্ধার, গ্রেপ্তার ৩

চট্টগ্রামে কোতোয়ালি থানার নন্দনকানন এলাকার একটি ইলেক্ট্রনিক্স মার্কেটে নগর গোয়েন্দা পুলিশ অভিযান চালিয়ে বিপুল পরিমাণ নকল ও অবৈধ ইলেক্ট্রনিক্স পণ্য উদ্ধার করেছে ।

সোমবার (৬ মার্চ) বিকেল থেকে সন্ধ্যা পর্যন্ত গোয়েন্দা পুলিশের পরিদর্শক কেশব চক্রবর্তী এবং হাবিবুর রহমানের নেতৃত্বে অভিযান চালিয়ে নকল ইলেক্ট্রনিক্স পণ্য উৎপাদন ও বিক্রয়ের সঙ্গে জড়িত তিনজনকে গ্রেপ্তার করা হয়েছে।

চট্টগ্রাম মহানগর গোয়েন্দা পুলিশের পরিদর্শক কেশব চক্রবর্তী জানান, গোপন সূত্রে খবর পেয়ে নন্দনকাননস্থ তিন পুলের মাথা এলাকার লায়লা কমপ্লেক্স নামক একটি মার্কেটের ২য় তলায় বিশেষ অভিযান পরিচালনা করা হয়। অভিযানে একটি গুদাম থেকে ১৫৫টি নকল ভোল্টেজ স্ট্যাবিলাইজার, ৬০টি স্ট্যাবিলাইজার তৈরির খালি কেসিং, ৫০টি থ্রি প্লাগ সুইচ পয়েন্ট, ১৫টি তামার তার যুক্ত ছোট কয়েল, ৫০টি কয়েলের খালি প্লাস্টিকের কাভার, ২.৫ কেজি চিকন তার, ১টি লোড ক্যাফাসিটার মেশিন, ৫০টি তারযুক্ত থ্রি প্লাগের সুইচ উদ্ধার করা হয়। এ সময় নকল ওয়ালটন পণ্য তৈরি ও বাজারজাত করার সঙ্গে জড়িত তিনজনকে গ্রেপ্তার করা হয়।

প্রাথমিক জিজ্ঞাসাবাদে তারা জানায় দীর্ঘদিন যাবৎ নকল স্ট্যাবিলাইজার তৈরি করে ওয়ালটনের লোগো ব্যবহার করে বাজারজাত করার চেষ্টা করছিল। গ্রেপ্তারকৃতদের বিরুদ্ধে নগরীর কোতোয়ালি থানায় মামলা দায়ের করা হয়েছে।

গ্রেপ্তাররা হলেন- মিলন কান্তি দাশ (৫২), অরুন দাশ (৩৪) এবং মো. রুবেল (২৪)। এ চক্রটি দীর্ঘদিন ধরে অবৈধ কারখানায় নকল ইলেক্ট্রনিক্স পণ্য তৈরি করে দেশের জনপ্রিয় ব্র্যান্ড ওয়ালটনের লোগো লাগিয়ে বাজারজাত করার অপচেষ্টা চালিয়ে আসছিল বলে পুলিশ জানিয়েছে।

শেয়ার করুন