সিসি ক্যামেরায় সনাক্ত
হাটহাজারী সদর ভুমি অফিসে দুই দালালকে ৫ দিন করে সাজা

হাটহাজারী সদর ভুমি অফিসে দুই দালালকে ৫ দিন করে সাজা

চট্টগ্রাম : হাটহাজারী উপজেলা ভূমি অফিস থেকে শফিউল আজম ও মো. হারুন নামে দুই শীর্ষ দালালকে জনতার সহায়তায় ধরে পুলিশে দিয়েছেন এসি ল্যান্ড (সহকারী কমিশনার-ভূমি) সম্রাট খীসা। সোমবার (১১ মার্চ) দুপুরে ভূমি অফিসে এ ঘটনা ঘটে।

এসি ল্যান্ড সম্রাট খীসা জানান, দুপুরের দিকে হঠাৎ ভূমি অফিসের সিসি ক্যামরায় দেখতে পাই, দু’জন লোক ভূমি অফিসের সামনে ঝগড়া করছে। সঙ্গে সঙ্গে লোক পাঠিয়ে তাদেরকে আমার কক্ষে নিয়ে আসতে বলি।

আরো পড়ুন : আপন জুয়েলার্সের মালিকের বিরুদ্ধে পুত্রবধূর মামলা

তিনি বলেন, ওই দুই ব্যক্তির হাতে থাকা কাগজ-পত্র এবং তাদের স্বীকারোক্তিতে নিশ্চিত হই তারা দুজনই দালাল। ভূমি অফিসে সেবা নিতে আসা লোকজনকে বিভ্রান্ত করাই তাদের কাজ। পরে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে দুজনকেই ৫ দিনের বিনাশ্রম কারাদণ্ড দিয়ে পুলিশের হাতে তুলে দেওয়া হয়।

সম্রাট খীসা বলেন, আমি ও আমার অফিস দুর্নীতিমুক্ত। যে কেউ সরাসরি এসেই আমার অফিস থেকে ভূমি সেবা গ্রহণ করতে পারেন। কোনো দালালের কাছে যাওয়ার প্রয়োজন নেই। তবে এ কাজ কেউ করলে তাদের বিরুদ্ধে আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে।