সুরতীর্থ তবলা প্রশিক্ষণ কেন্দ্রের সঙ্গীতানুষ্ঠান

সুরতীর্থ তবলা প্রশিক্ষণ কেন্দ্রের সঙ্গীতানুষ্ঠান

চট্টগ্রাম: কক্সবাজার সাংস্কৃতিক কেন্দ্র মিলনায়তনে সুরতীর্থ তবলা প্রশিক্ষণ কেন্দ্রের ২য় বার্ষিক সঙ্গীতানুষ্ঠান উদযাপন করা হয়েছে।

সোমবার (১১ মার্চ) আয়োজিত অনুষ্ঠান পরিচালনায় ছিলেন শিক্ষক রবিন চৌধুরী।

অনুষ্ঠানে তবলা লহড়া সুরতীর্থ তবলা প্রশিক্ষণ কেন্দ্রের ছাত্র-ছাত্রীরা ছাড়াও রাগেশ্রী রাগে উচ্চাঙ্গ সংগীত পরিবেশন করেন বিশিষ্ট সঙ্গীত প্রশিক্ষক, টেলিভিশন ও বেতার শিল্পী ফারুক আহম্মেদ।

তবলায় সহযোগিতা করেন কলকাতার পন্ডিত সমীর আচার্য্য, হারমোনিয়ামে প্রত্যয় বড়ুয়া অভি, মিশ্র শিব রন্ধসজনী
রাগে সন্তুর বাজিয়ে শুনান কোলকাতার শিল্পী অরন্য চৌধুরী। বাংলা গান ও গজল পরিবেশন করেন কক্সবাজারের শিল্পী তুহি। সবশেষে রাগাশ্রিত বাংলা গান গেয়ে অনুষ্ঠান শেষ করেন প্রত্যয় বড়ুয়া অভি।

শেয়ার করুন