উৎসবমুখর পরিবেশে
নাইক্ষ্যংছড়ি বালিকা বিদ্যালয়ে স্টুডেন্ট কেবিনেট নির্বাচন

ছবি: সংগৃহীত

নাইক্ষ্যংছড়ি: উৎসবমুখর পরিবেশে বৃহস্পতিবার (১৪ মার্চ) নাইক্ষ্যংছড়ি মাধ্যমিক বালিকা বিদ্যালয়ে স্টুডেন্ট কেবিনেট নির্বাচন অনুষ্ঠিত হয়েছে। সর্বমোট ৫৭৩ জন ভোটারের মধ্যে ৩৫০ জন ভোটা অংশগ্রহণের মধ্য দিয়ে সুষ্ঠু ও শান্তিপূর্ণভাবে দিয়েছে শিক্ষার্থীরা।

আর এদিকে, স্টুডেন্ট কেবিনেট নির্বাচনে প্রধান নির্বাচন কমিশনারের ঘোষিত তফসিল মোতাবেক নাইক্ষ্যংছড়িতেও উচ্চ মাধ্যমিক বালিকা বিদ্যালয়ে স্টুডেন্ট কেবিনেট নির্বাচন অনুষ্ঠিত হয়। সকাল ৯টা হতে দুপুর ২টা পর্যন্ত বিরতিহীনভাবে ভোট গ্রহণ অনুষ্ঠিত হয়। ভোট গ্রহণের সব দায়িত্ব পালন করেন শিক্ষার্থীরা। পর্যবেক্ষণ করেন অত্র বিদ্যালয়ের নির্বাচন সমন্বয়কারী হিসেবে বিদ্যালয়ের প্রধান শিক্ষক নাসরিন আক্তার, সিনিয়র শিক্ষক মাওলানা মো. ওসমান গণি, সহকারি শিক্ষক রাহমত ছালাম, আব্দু রহিম, ফখর উদ্দীনসহ অত্র প্রতিষ্ঠানের শিক্ষকরা। কেবিনেট নির্বাচনে ৮টি পদের বিপরীতে ১৩ জন প্রার্থী প্রতিদ্বন্ধিতা করেন।

প্রতিদ্বন্ধিরা হলেন- ১০ম শ্রেণির উম্মে জান্নাতুল রিফা মমি, কানিজ ফারহানা আঁখি, ৯ম শ্রেণির ফজিলাতুন নেছা তোফা, ফাতেমা জান্নাত নয়ন,৮ম শ্রেণির আসমাউল হুসনা, শাফিয়া সুলতানা, ৭ম শ্রেণির আদিয়াতুল ইতমাম নুসাইফা, সুমাইয়া জান্নাত, সায়মা পারভিন, ৬ষ্ঠ শ্রেণির উম্মে হাবিবা সালমা, জান্নাতুল ফেরদৌস, ফাতেমা বেগম, নুরে জিগার তাম্মি।

এদের মধ্যে নির্বাচিত হলেন- ১০ম শ্রেণির শিক্ষার্থী উম্মে জান্নাতুল রিফামনি, কানিজ ফারহানা আঁখি, ৯ম শ্রেণির ফজিলাতুন নেছা তোহফা, ফাতেমা জান্নাত নয়ন, ৮ম শ্রেণির শাফিয়া সুলতানা, আসমাউল হুসনা, ৭ম শ্রেণির আদিয়াতুল ইতমাম, ৬ষ্ঠ শ্রেণির জান্নাতুল ফেরদৌস।

প্রধান নির্বাচন কমিশনারের দায়িত্ব পালন করেন ১০ম শ্রেণির শিক্ষার্থী ফারহানা আমান। নির্বাচন কমিশনার হিসেবে ছিলেন ৮ম শ্রেণির শিক্ষার্থী ইশরাত নওশীন ইফাত ও ১০ম শ্রেণির শিক্ষার্থী ইশিতা বড়ুয়া। এ ছাড়াও সহকারি প্রিসাইডিং অফিসার হিসেবে দায়িত্বে ছিলেন ১০ম শ্রেণির মাহিমা হাকিম হিমা, আমেনা বেগম, সাজেদা বেগম, আকলিমা জাহান ছিদ্দীকা, নির্বাহী ম্যাজিস্ট্রেট ছিলেন ৯ম শ্রেণির ফাতেমা বেগম, পোলিং অফিসার হিসেবে ছিলেন ৯ম শ্রেণির শিক্ষার্থী কামরুন্নাহার, সোহানা আক্তার, নুর ফাতেমা, শফিকুল জান্নাত জিহা, ৮ম শ্রেণির শিক্ষার্থী নাইমা জান্নাত রেখা, নাছিমা বেগম, আফরোজা আক্তার, জাহেদা বেগম, আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যে ছিলেন ১০ম শ্রেণির শিক্ষার্থী তসলিমা বেগম, ইয়াছমিন আক্তার, আতিয়া তাসমিন, ৯ম শ্রেণির আসিফা, তসলিমা, ইছরাত, ৮ম শ্রেণির ফিরোজা, শারমিন, কুলছুমা, হালিমা।

এজেন্ট ছিলেন- ১০ম শ্রেণির নাসরিন জাহান এ্যামি, সিদরাতুল মোনতাহা, জান্নাতুল নাঈমা, ৯ম শ্রেণির উম্মে সাদিয়া, ৮ম শ্রেণির মারিয়া তাবাসুম, সাংবাদিক পর্যবেক্ষক ছিলেন ৯ম শ্রেণির জোবাইদা সুলতানা, হুমাইরা ইয়াছমিনসহ বিভিন্ন পদে দায়িত্ব পালন করে শিক্ষার্থীরা।

মাধ্যমিক বালিকা বিদ্যালয়ের প্রধান শিক্ষক নাসরিন আক্তার জানান, এ নির্বাচনটির মাধ্যমে শিক্ষার্থীরা তাদের নাগরিক জীবনে সুষ্ঠু গণতান্ত্রিক ধারার শিখন ফল অর্জন করতে পারবে। তা ছাড়া সুষ্ঠু গণতান্ত্রিক পরিবেশকে বজায় রাখার জন্য সচেষ্ট থাকবে।

উল্লেখ্য, এই ষ্টুডেন্ট কেবিনেট নির্বাচনে শিক্ষার্থীদের মোট ভোটার ৫৭০ জন। মোট ভোট কক্ষ ছিলো ৪টি।

শেয়ার করুন