এমপি কমলকে এলাকা ছাড়ার নির্দেশ ইসির

সাইমুম সরওয়ার কমল

পঞ্চম উপজেলা পরিষদ নির্বাচনের তৃতীয় ধাপে আগামী ২৪ মার্চ অনুষ্ঠিত হবে। এর আগে আচরণবিধি লঙ্ঘণের অভিযোগে বান্দরবানের নাইক্ষ্যংছড়ির পার্শ্ববর্তী রামু-কক্সবাজার-৩ আসনের সাইমুম সরওয়ার কমল এমপিকে নিজ নির্বাচনী এলাকা রামু ছাড়ার নির্দেশ দিয়েছে নির্বাচন কমিশন (ইসি)।

শনিবার (১৬ মার্চ) ইসির উপ সচিব মো. আতিয়ার রহমান স্বাক্ষরিত চিঠিতে এ আদেশ জারি করা হয়।

আরো পড়ুন : জাতীয় শিশু দিবস উদযাপন চট্টগ্রাম শিশু একাডেমির

সাইমুম সারওয়ারকে দেয়া চিঠিতে বলা হয়, ‘আপনার বিরুদ্ধে রামু উপজেলা পরিষদ নির্বাচনে আচরণবিধি লঙ্ঘন করে প্রকাশে এক প্রার্থীর পক্ষে প্রচারণায় অংশ নেয়ার অভিযোগ পাওয়া গেছে। যেহেতু আপনি বিধি বহির্ভূতভাবে নির্বাচনী প্রচারণায় অংশ নিয়েছেন তাই ১৭ মার্চ বিকাল ৫টার মধ্যে আপনাকে কক্সবাজার-৩ আওতাধীন নির্বাচনী এলাকা ত্যাগের নির্দেশ দিয়েছে ইসি।’

উল্লেখ্য তৃতীয় ধাপে আগামী ২৪ মার্চ অনুষ্ঠিতব্য রামু উপজেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে ২জন, ভাইস চেয়ারম্যান পদে ৪ জন এবং মহিলা ভাইস চেয়ারম্যান পদে ৩ জন প্রার্থী নির্বাচনে প্রতিদ্বন্ধিতা করছেন।

প্রতিদ্বন্ধি প্রার্থীরা হলেন, চেয়ারম্যান পদে আওয়ামীলীগ সমর্থিত বর্তমান উপজেলা চেয়ারম্যান ও উপজেলা যুবলীগ সভাপতি রিয়াজ উল আলম (নৌকা) এবং উপজেলা আওয়ামীলীগ সভাপতি সোহেল সরওয়ার কাজল (আনারস)।

উপজেলা ভাইস চেয়ারম্যান পদে বর্তমান ভাইস চেয়ারম্যান আলী হোসেন (টিউবওয়েল), খুনিয়াপালং ইউনিয়ন আওয়ামীলীগের সাধারণ সম্পাদক আবদুল্লাহ সিকদার (চশমা), উপজেলা কৃষকলীগের সভাপতি সালাহ উদ্দিন (তালা), উপজেলা ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক হেলাল উদ্দিন (উড়োজাহাজ)।

উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান পদে কক্সবাজার জেলা আওয়ামীলীগের মহিলা বিষয়ক সম্পাদক ও সাবেক মহিলা ভাইস চেয়ারম্যান মুসরাত জাহান মুন্নী (প্রজাপতি), আওয়ামীলীগ নেত্রী সাবেক ইউপি সদস্য মনোয়ারা ইসলাম নেভী (ফুটবল), রামু উপজেলা যুব মহিলা লীগের সভানেত্রী, সাবেক ইউপি সদস্য আফসানা জেসমিন পপি (কলসী)।