উপজেলা পরিষদ নির্বাচন
খাগড়াছড়ির আট উপজেলায় বিজয়ী যারা

আট উপজেলায় বিজয়ীরা

রামগড়ে বিশ্ব প্রদীপ ত্রিপুরা (নৌকা), লহ্মীছড়িতে বাবুল চৌধুরী (নৌকা), দীঘিনালায় হাজী মো: কাশেম (নৌকা), মাটিরাঙ্গায় মো: রফিকুল ইসলাম (নৌকা), মহালছড়িতে পার্বত্য চট্টগ্রাম জনসংহতি সমিতি (জেএসএস এমএন লারমা) সমর্থীত বিমল কান্তি চাকমা বেসরকারীভাবে নির্বাচিত ঘোষনা করা হয়েছে।

এদিকে, জেলার সীমান্তবর্তী পানছড়ি উপজেলায় দুই প্রার্থী ও সমর্থকদের মধ্যে বিশৃঙ্খলার অভিযোগে পানছড়ি মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়, পাইল্টফার্ম সরকারি প্রাথমিক বিদ্যালয় ও লোগাং আদর্শ উচ্চ বিদ্যালয়সহ তিনটি কেন্দ্রের ভোট স্থগিত ঘোষনা করা হলেও (ইউপিডিএফ) সমর্থীত সতন্ত্র প্রার্থী শান্তি জীবন চাকমা এগিয়ে আছে বলে জানা গেছে।

এর আগে বিনা প্রতিদ্বন্ধীতায় খাগড়াছড়ি সদর উপজেলায় নৌকার প্রার্থী মো: শানে আলম ও মানিকছড়িতে মো: জয়নাল আবেদীন নৌকা প্রতীক নিয়ে বেসরকারী ভাবে নির্বাচিত হয়।

সোমবার (১৮ মার্চ) পঞ্চম উপজেলা পরিষদ নির্বাচনে সকাল ৮টা থেকে ভোট গ্রহন শুরু হয়ে চলে বিকেল ৪টা পর্যন্ত। বিচ্ছিন্ন কিছু ঘটনার ছাড়া ৮ উপজেলায় শান্তিপূর্ণ ভাবে ভোট গ্রহণ অনুষ্ঠিত হয়।