নাইক্ষ্যংছড়িতে কাবাডি প্রতিযোগিতা: চ্যাম্পিয়ন সদর ইউনিয়ন

চ্যাম্পিয়ন সদর ইউনিয়ন

বান্দরবান: নাইক্ষ্যংছড়ি উপজেলায় স্বাধীনতা দিবসে জাতীয় কাবাডি প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (২৬ মার্চ) বিকেলে নাইক্ষ্যংছড়ি পুলিশ প্রশাসনের উদ্যোগে ছালেহ আহাম্মেদ সরকারি উচ্চ বিদ্যালয় মাঠে এ প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়।

নাইক্ষ্যংছড়ি থানার অফিসার্স ইনচার্জ আনোয়ার হোসেনের সভাপতিত্বে অনুষ্ঠিত খেলায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা ভারপ্রাপ্ত চেয়ারম্যান মো কামাল উদ্দীন ও নির্বাহী কর্মকর্তা সাদিয়া আফরিন কচি।

বিশেষ অতিথি হিসেবে উস্থিত ছিলেন উপজেলা আওয়ামীলীগ সাধারণ সম্পাদক মো ইমরান, উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার মো: কামাল উদ্দীন, থানা তদন্ত অফিসার জায়েদ নূর, ঘুমধুম ইউপি চেয়ারম্যান জাহাঙ্গীর আজিজ, নাইক্ষ্যংছড়ি প্রেসক্লাবের সভাপতি শামীম ইকবাল চৌধুরী, ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক জাহাঙ্গীর আলম কাজল, নাইক্ষ্যংছড়ি প্রেসক্লাবের সদস্য মো: ইউনুছ, ডা: তপন বডুয়া, ঘুমধুম পুলিশ তদন্ত কেন্দ্র ইনচার্জ ইমন চৌধুরী প্রমুখ।

খেলায় রেফারীর দায়িত্ব পালনে ছিলেন ছালেহ আহম্মদ সরকারি উচ্চ বিদ্যালয়ের শিক্ষক আব্দুল হালিম ফারুক ও মদিনাতুল উলুম মাদরাসার ক্রীড়া শিক্ষক ছৈয়দুল বাশার। খেলাটি বাস্তবায়নে গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করেন তরুণ পুলিশ অফিসার এসআই জাফর আহাম্মদ, এস আই খোকন, এস আই সেলিম, আমিন, রাজিব, এএসআই রফিক।

অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন, বিভিন্ন দপ্তরের কর্মকর্তা-কর্মচারী ও স্থানীয় গন্যমান্য ব্যক্তিবর্গ।

এদিকে খেলায় উপজেলার ৫টি ইউনিয়নের মধ্যে চারটি ইউনিয়নের মোট চারটি দল অংশগ্রহণ করে। নকআউট পর্বে প্রথম খেলায় বাইশারী ইউনিয়ন বনাম সোনাইছড়ি ইউনিয়নের মধ্যকার খেলায় সোনাইছড়ি ইউনিয়নকে পরাজিত করে বাইশারী ইউনিয়ন ফাইনালে আসে এবং সদর ইউনিয়ন ও ঘুমধুম ইউনিয়নের মধ্যকার খেলায় ঘুমধুম ইউনিয়নকে নক আউট করে সদর ইউনিয়ন ফাইনালে জায়গা করে নেয়। বাইশারী ইউনিয়ন এবং সদর ইউনিয়নের শ্বাসরুদ্ধকর ফাইনাল খেলায় ১নং সদর ইউনিয়ন চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করে।

পরে প্রধান অতিথি মো. কামাল উদ্দীন ও সাদিয়া আফরিনের সমন্বয়ে বিজয়ীদের মাঝে পুরষ্কার বিরতণ করেন।

শেয়ার করুন