‘সেব’ এর দুদিনের সেমিনার
চিংড়ি সেক্টরের স্বার্থ রক্ষায় সহযোগিতার আশ্বাস জেলা মৎস্য কর্মকর্তার

চিংড়ি সেক্টরের স্বার্থ রক্ষায় সহযোগিতার আশ্বাস জেলা মৎস্য কর্মকর্তার

কক্সবাজার : কক্সবাজারে বাণিজ্য মন্ত্রনালয় বিপিসির অর্থায়নে শ্রিম্প হ্যাচারি এসোসিয়েশন অব বাংলাদেশ “সেব” এর উদ্যোগে Water Quantity Requirements for Shrimp Hatchery এবং Mother Shrimp Collection Transportation Quarantine Ablation & Maturation technique বিষয়ে সেমিনার ও প্রশিক্ষণ কর্মশলা সম্পন্ন হয়েছে।

“সেব” এর যুগ্ন মহাসচিব শাহেদ আলী ও দ্বিতীয় দিন “সেব” এর মহাসচিব মোঃ নজিবুল ইসলামের সভাপতিত্বে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন নবাগত জেলা মৎস্য কর্মকর্তা খালেকুজ্জামান। তিনি চিংড়ি সেক্টরের স্বার্থ রক্ষায় “সেব” এর সাথে সর্বাত্মক সহযোগিতা করার আশ্বাস প্রদান করেন।

বক্তব্য রাখেন সাবেক জেলা মৎস্য কর্মকর্তা ও উপপরিচালক ম. কবির আহমদ, সিনিয়র সদর উপজেলা মৎস্য কর্মকর্তা ড. মঈন উদ্দিন আহমদ, উইনরক ইন্টারন্যাশনাল কক্সবাজারের দায়িত্বে নিয়োজিত আনিসুর রহমান, “সেব” এর মোঃ আলমগীর, শহিদুল আলম চৌধুরী, বাণিজ্য মন্ত্রণালয়ের এর আবুল কালাম পাটোয়ারী, মিশন দত্ত, নারায়ন চন্দ্র নাথ প্রমুখ। ট্রেনার এর দায়িতে ছিলেন ম কবির আহমদ, অংক্যা ম্যারা, মোদাব্বির খন্দকার পলাশ ও শামসুল হাদী খান।

শেয়ার করুন