রামুতে বাস-ট্রাক সংঘর্ষ, আহত ১০

বাস-ট্রাক সংঘর্ষ

রামু উপজেলার পানিছড়া এলাকায় বাস ও ট্রাকের মুখোমুখি সংঘর্ষে নারীসহ ১০ জন আহত হয়েছেন।

রবিবার (৩১ মার্চ) সকালে চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কে পানির ছড়া বাজারে এ দুর্ঘটনা ঘটে। এতে উভয় পাড়ীর চালকের অবস্থা আশংকাজনক বলে জানা গেছে।

প্রত্যক্ষদর্শীরা জানান, কক্সবাজার থেকে ছেড়ে আসা চট্টগ্রামগামী শ্যামলী পরিবহনের একটি যাত্রীবাহী বাসের সঙ্গে বিপরীতমুখী একটি ইটবোঝাই ট্রাকের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই ১০ জন আহত হয়। পরে আহতদের উদ্ধার করে কক্সবাজার হাসপাতাল ও বিভিন্ন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে পাঠানো হয়।

আহত উভয় চালকের অবস্থা আশংকাজনক হওয়ায় উন্নত চিকিৎসার জন্য চট্টগ্রাম মেডিকেলে পাঠানো হয় বলে জানিয়েছেন স্থানীয়রা। হাইওয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে হতাহত ব্যক্তিদের উদ্ধার করে। দুর্ঘটনার পর চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কে প্রায় আধা ঘণ্টা যান চলাচল বন্ধ ছিল। পরে দুর্ঘটনাকবলিত বাস ও ট্রাক সরিয়ে নেওয়ার পর যান চলাচল স্বাভাবিক হয়।