অপরাধী যত বড়ই হোক তাদের শাস্তি হবে: ওসি

অফির্সাস ইনচার্জ এস.এম.ওবায়দুল হক

অপরাধীরা যতোই বড় হোক পার পাবেনা। তাদের আইনের আওতায় এনে শাস্তি পেতে হবে। তাদেরকে ধরতে সমাজে সকলের সহযোগীতা দরকার। এসময় ৯৯৯ নম্বরে কল করার পরামর্শ দেন হালিশহর থান অফির্সাস ইনচার্জ এস.এম.ওবায়দুল হক।

শনিবার (৬ এপ্রিল) দুপুরে চট্রগ্রাম মহিলা পলিটেকনিক কলেজের মিলনায়তনে হালিশহর থানা কমিউনিটি পুলিশিং কমিটির আয়োজিত মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন।

তিনি আরও বলেন, সকল ছাত্রীদের ইভটিজিং, মাদক ও বাল্যবিবাহ সম্পর্কে সচেতন থাকতে হবে। এসব অপরাধীরা দেশের শত্রু। এরা দেশ ও জাতি ধ্বংস করে।

কলেজের প্রিন্সিপাল প্রকৌশলী সুনীল চন্দ্র চৌধুরীর সভাপতিত্বে শিক্ষক সফিউল ইসলামের পরিচালনায় বক্তব্য রাখেন বিশেষ অতিথি তদন্ত অফিসার এস.এম বদরুল করির ও শিক্ষক আবুল কালাম আজাদ।

অনুষ্ঠানের শুরুতে পবিত্র কোরআন পাঠ করেন কলেজের ছাত্রী জান্নাতুল নাইমা। এতে উপস্থিত ছিলেন শিক্ষক, অভিভাবক, ছাত্রী, সাংবাদিকসহ আরও অনেকে।

অনুষ্ঠানের পর ছাত্রীদের বিভিন্ন প্রশ্নের উত্তর দেন ওসি ওবায়দুল হক এবং সাহসিকতার সাথে অন্যায়কারীদের মোকাবেলা করতে পুলিশের সহযোগীতা নিতে বলেন।

শেয়ার করুন