সিইউজের শোকসভায় বক্তারা
স্বপন মহাজনরা চিরদিন সকলের হৃদয়ে বেঁচে থাকবেন

‘চট্টগ্রাম সাংবাদিক ইউনিয়নের সাবেক সাধারণ সম্পাদক স্বপন কুমার মহাজন ছিলেন সৎ সাংবাদিকতার উজ্জ্বল দৃষ্টান্ত। তিনি কখনো বাণিজ্যিক সাংবাদিকতা করেননি। নিজের স্ত্রীর স্বর্ণ বিক্রি করে সাংবাদিকদের সহায়তা করেছিলেন। যা এখন কল্পনাই করা যায় না। সাংবাদিকতা পেশায় স্বপন মহাজনরা চিরদিন সকলের হৃদয়ে বেঁচে থাকবেন।’

রোববার (৭ এপ্রিল) চট্টগ্রাম প্রেস ক্লাবের এস রহমান হলে অনুষ্ঠিত শোকসভায় এসব কথা বলেন সাংবাদিক নেতারা।

চট্টগ্রাম সাংবাদিক ইউনিয়ন-সিইউজে এ শোক সভার আয়োজন করে। সিইউজে সভাপতি নাজিমুদ্দীন শ্যামলের সভাপতিত্বে সভায় বক্তব্য রাখেন সিইউজের সাবেক সভাপতি অঞ্জন কুমার সেন, চট্টগ্রাম সাংবাদিক কো-অপারেটিভ সোসাইটির সভাপতি স্বপন কুমার মল্লিক, সিইউজের সাধারণ সম্পাদক হাসান ফেরদৌস, প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক চৌধুরী ফরিদ, অর্থ সম্পাদক দেব দুলাল ভৌমিক, নির্বাহী সদস্য কাজী আবুল মনসুর, সিইউজের সহ-সভাপতি মোহাম্মদ আলী, যুগ্ম সম্পাদক সবুর শুভ, প্রচার ও প্রকাশনা সম্পাদক আহমেদ কুতুব, টিভি ইউনিট প্রধান অনিন্দ্য টিটো, প্রিয় চট্টগ্রাম ইউনিট প্রধান বিশু রায় চৌধুরী, সাংবাদিক শাহরিয়ার হাসান, আমাদের সময়ের ব্যুরো প্রধান হামিদ উল্ল্যাহ, সাংবাদিক খোরশেদুল আলম শামীম, সাংবাদিক মহরম হোসাইন, স্বপন মহাজনের কন্যা অগ্নি মহাজন প্রমুখ। প্রসঙ্গত, মুক্তিযুদ্ধের পক্ষের একজন নিবেদিতপ্রাণ আদর্শবান, সৎ ও নির্ভীক সাংবাদিক স্বপন কুমার মহাজন। ১৯৬৮ সাল থেকে সাংবাদিকতা শুরু করা সাংবাদিক স্বপন মহাজন দীর্ঘ সময় গণতান্ত্রিক ও স্বৈরাচার বিরোধী আন্দোলনের সময় চট্টগ্রাম সাংবাদিক ইউনিয়নের সাধারণ সম্পাদক হিসেবে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছেন। চট্টগ্রাম প্রেস ক্লাবের সিনিয়র সহ-সভাপতি, চট্টগ্রাম সাংবাদিক কো-অপারেটিভ হাউজিং সোসাইটির সাধারণ সম্পাদক, খেলাঘরসহ বিভিন্ন সংগঠনের নেতৃত্ব দিয়েছেন। তিনি দৈনিক আজাদ, দৈনিক স্বাধীনতা, দৈনিক নয়া বাংলাসহ বিভিন্ন পত্রিকায় সুনামের সঙ্গে কাজ করেছেন। প্রেস বিজ্ঞপ্তি।

শেয়ার করুন