সৈকতের ক্ষতিগ্রস্থ ব্যবসায়ীদের পূর্নবাসনের দাবীতে বিক্ষোভ ও মানববন্ধন

সৈকতের ক্ষতিগ্রস্থ ব্যবসায়ীদের পূর্নবাসনের দাবীতে বিক্ষোভ ও মানববন্ধন

চট্টগ্রাম : নগরীর পতেঙ্গা থানাধীন (সমূদ্র সৈকত) সী-বীচ মোড় সংলগ্ন ক্ষতিগ্রস্থ ব্যবসায়ীদের অবিলম্বে পূর্নবাসন করার দাবীতে পতেঙ্গা সী-বীচ দোকান মালিক সমিতি (রেজিং-৭৭৬৫) এর উদ্যোগে এক প্রতিবাদী মানববন্ধন ও বিক্ষোভ সমাবেশ করেছে সংগঠনের নেতৃবৃন্দ।

আরো পড়ুন : নিখোঁজ আইনজীবী উদ্ধারে সহকর্মীদের মানববন্ধন নরসিংদীতে

সংগঠনের সভাপতি মো: ওয়াহিদুল আলম চৌধুরীর সভাপতিত্বে আয়োজিত সমাবেশ ও মানববন্ধনে সংহতি জানিয়ে বক্তব্য রাখেন-সাবেক সাধারণ সম্পাদক ৪১নং ওয়ার্ড আওয়ামীলীগ এস,এম জাহাগীর আলম, মুক্তিযোদ্ধা সাবেক সভাপতি ৪১নং ওয়ার্ড আওয়ামী লীগ মো: নুরুল আলম টেল্ডল, মুক্তিযোদ্ধা ও ৪১নং ওয়ার্ড যুবলীগ সহ-সভাপতি মো: আব্দর গফুর, সীবীচ দোকান মালিক সমিতির সাধারন সম্পাদক মো: লোকমান, সহ-সভাপতি মো: জামাল উদ্দিন, সাবেক সভাপতি মো: আইয়ুব আলী, সদস্য মো: বেলাল, মো: আব্দুর রহিম, স্বাধীনতা নারী শক্তির নেত্রী মোছা: শাহানাজ বেগম।

এছাড়া স্থানীয় সংগঠক ও সমাজ কর্মীদের পক্ষে আব্দুল মান্নান,মো: জাহাগীর আলম,মো: আব্দুর শুক্কুর,মো: মোশারফ হোসেন,হারিছ মো: ইসলাম,মো: জামাল উদ্দিন রিয়াজ প্রমুখ উপস্থিত ছিলেন।

প্রতিবাদ ও বিক্ষোভ সমাবেশে বক্তারা বলেন, বর্তমান সরকার সী-বীচ তথা সমূদ্র সৈকতের উন্নয়নের নামে আমাদের লিজকৃত এবং কিুছ ব্যক্তি মালিকানাধীন সম্পত্তি উন্নয়ন করার নামে অধিগ্রহণ করে। এর পরিবর্তে সকল বৈধ ব্যবসায়ীদের সঠিক সময়ে পূর্নবাসন করার ওয়াদা দিয়ে তা আজ কিছু কুচক্রি মহলের ইন্দনে বিগত ২-৩ বছর পার হলেও তা ফিরিয়ে না দিয়ে প্রশাসনের দোহাই দিয়ে হুমকি, মামলা এবং জবর দখলের মতো জীবন জীবিকার শেষ স্থলটি কেড়ে নিয়েছে।

আমরা আজ পরিবার-পরিজন নিয়ে পথে বসার অবস্থা হয়েছি।তাই-সরকারের প্রধানমন্ত্রী শেখ হাসিনার নিকট আকুল আবেদন জানিয়ে বাঁচতে চাই – জীবন জীবিকার জন্যই বাঁচতে দিন এই অনুরোধ করেছেন।

শেয়ার করুন