এইচ.এম.সাইফুদ্দীন (ফটিকছড়ি) : ফটিকছড়ি ভূজপুরে থানাধীন হারুয়ালছড়ি মহানগর হিন্দুপাড়ায় মামনি বালা দে(২৬) নামে এক প্রবাসীর স্ত্রীকে জবাই করে হত্যা করেছে দুর্বৃত্তরা। এ সময় তার শ্বশুড়ও দুর্বৃত্তদের ছুরিকাঘাতে গুরুতর আহত হন। তাকে চমেক হাসপাতালে ভর্তি করা হয়েছে। নিহত গৃহবধূর দেড় বছরের এক সন্তান রয়েছে। তার স্বামী দীর্ঘদিন যাবৎ প্রবাসী।
রবিবার (১৪ এপ্রিল) রাত ১ টার দিকে মহানগর (প্রকাশ) ময়নাপুর গ্রামের ডাক্তার খোকনের বাড়িতে এ ঘটনা ঘটে।
আরো পড়ুন : নববর্ষের চেতনাকে ধারণ করে দেশকে এগিয়ে নিতে হবে
ডাক্তার খোকন কান্তি দে জানান, ডাকাতির উদ্দেশ্যে এই ঘটনা ঘটায়, আমার এই বয়সে এই ঘটনা দেখিনি এই এলাকায়। শনিবার গভীর রাতে ডাকাতির উদ্দেশ্যে ঘরের জানালার পাশ দিয়ে দেওয়াল টপকে ছাদের উপর দিয়ে ঘরে প্রবেশ করে ডাকাতরা।
নিহত গৃহবধূর শাশুড়ি জানান, রাত আনুমানিক ১ টার দিকে ঘরের ছাদের উপর দিয়ে তারা ঘরের ভিতরে প্রবেশ করে। পরে তারা ঘরের জিনিসপত্র এলোমেলো করলে, তার দেড় বছরের নাতি কান্নাকাটি করলে তিনি তার নাতিকে নিয়ে ঘরের তালা খুলে বাইরে চলে আসে। এসময় প্রতিবেশীদে বিষয়টি জানালে প্রতিবেশীরা ছুটে আসেন। কিছুক্ষণ পরে গিয়ে ঘরে দেখেন তাদের গৃহবধূ মাটিতে পড়ে আছে এবং তার স্বামীও গুরুতর আহত অবস্থায় পাশে পড়ে আছে। ডাকাত দল পালিয়ে যাওয়ার সময় পাশের বাড়ির সানি নামের এক যুবককে তিনি স্বচক্ষে দেখতে পান। তারা যাবার সময় দুটি মোবাইল এবং দুটি টর্চ নিয়ে যায়।
তিনি আরও বলেন, এলাকার কারো সাথে তাদের কোনো বিরোধ বা শত্রুতা নেই। ঠিক কি কারনে এমন ঘটনা ঘটল তার রহস্য জানেন না। খবর পেয়ে রাতেই ভূজপুর থানা পুলিশ ঘটনাস্থলে ছুটে আসেন এবং গৃহবধূর লাশ উদ্ধার করে থানায় নিয়ে যান।
এলাকাবাসী গুরুতর আহত মিলন কান্তি কে উদ্ধার করে চট্টগ্রাম মেডিকেল নিয়ে যায়। নিহত গৃহবধূর স্বামী রুপন কান্তি দে। তিনি দীর্ঘদিন ধরে প্রবাসে রয়েছেন।
এলাকাবাসী জানায় ঘটনার সাথে জড়িত থাকার সন্দেহভাজন তিন যুবককে আটক করেছে পুলিশ। আটককৃতরা হলো- অমর দাশের ছেলে সানি দাশ(১৯), উজ্জ্বল দাশের ছেলে জয় দেব (১৮) ও শ্যামল দাশের ছেলে তয়ন দে (২২)।
ভূজপুর ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শেখ আবদুল্লাহ বলেন, ঘটনার সাথে জড়িত থাকার সন্দেহে তিন জনকে আটক করেছি। তারা ডাকাত না তারা খুনি, ঘটনাস্থলে পুলিশ মোতায়েন করা হয়েছে। তদন্ত অব্যাহত রয়েছে। লাশ উদ্ধার করে মর্গে প্রেরণ করা হয়েছে। এবিষয়ে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।