শাহজাদা আলম চ্যালেঞ্জ কাপ কারাতে প্রতিযোগিতা সম্পন্ন

শাহজাদা আলম চ্যালেঞ্জ কাপ কারাতে প্রতিযোগিতা সম্পন্ন

চট্টগ্রাম : সিজেকেস এর আয়োজনে শাহজাদা আলম চ্যালেঞ্জ কাপ কারাতে প্রতিযোগিতা ১৩ এপ্রিল বিকাল ৩ টায় ফ্রেন্ডস প্রেসক্লাব অডিটোরিয়ামে অনুষ্ঠিত হয়।

এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বিজয়ীদের মাঝে পুরুস্কার বিতরণ করেন বিকেএফ সহ-সভাপতি ও সিজেকেস কারাতে কমিটির চেয়ারম্যান শাহজাদা আলম।

আরো পড়ুন : স্ত্রীর বাসায় সুনামগঞ্জের ছাত্রলীগ নেতার লাশ

প্রতিযোগিতায় চীফ রেফারীর দায়িত্ব পালন করেন জাতীয় ও আন্তর্জাতিক কারাতে রেফারী হুমায়ূন কবির জুয়েল। তাকে সহযোগিতা করেন রতন তালুকদার, তুলু-উশ-শামস, মো: আবদুল হান্নান কাজল, ইমতিয়াজ সেলিম, মারিয়া চক্রবর্তী, মো. হানিফ, শ্যামল দাশ, সোনামনি চাকমা। উত্তীর্ণ মহিলা কাতা পদকপ্রাপ্তরা হলেন সাজু, সুবাইতা, দেবারতি, পিয়া, কুমিতে- পিয়া, রাহেলা, সাজু, পিনাকী, দেবারতি, কানন, আভা, প্রিন্তি, পুরুষ কাতা নাঈম, পুরুষ কুমিতে নাইম, আজাদ, আবহাম, মেহেদী হাসান, প্রত্যয়, ইলিয়াস, ইমরান, সাইদুল। উল্লেখ্য যে, নতুন রুলসের উপর কারাতে রেফারী ৩দিনব্যাপি এম এ আজিজ স্টেডিয়ামের কনফারেন্স রূমে প্রশিক্ষণ প্রদান করা হয়।

প্রশিক্ষণ প্রদান করেন বাংলাদেশ রেফারী এসোসিয়েশনের প্রতিষ্ঠাতা জাতীয় ও আন্তর্জাতিক কারাতে রেফারী শিহান হুমায়ূন কবির জুয়েল।

শেয়ার করুন