‘নারীর ঋণ পেতে স্বামীর তথ্য লাগে, পুরুষের স্ত্রীর তথ্য নয় কেন?’

চট্টগ্রাম : আন্তর্জাতিক নারী দিবস উপলক্ষে বেসরকারি উন্নয়ন সংগঠন বাংলাদেশ নারী প্রগতি সংঘ (বিএনপিএস) চট্টগ্রামে শোভাযাত্রা ও সমাবেশ করেছে।

বুধবার (৮ মার্চ) সকালে চট্টগ্রাম প্রেসক্লাবের সামনে থেকে শোভাযাত্রা বের করা হয়। শোভাযাত্রাটি নগরীর ডিসি হিলে গিয়ে শেষ হলে পরে সেখানে সমাবেশ করা হয়।

সমাবেশে বক্তব্য দেন বিএনপিএস চট্টগ্রাম কেন্দ্রের ব্যবস্থাপক মোহাম্মদ ফেরদৌস আহাম্মদ, সিটি করপোরশনের কাউন্সিলর মো. গিয়াস উদ্দিন, কাজীর দেউড়ি কমিউনিটি ফোরামের সহ-সভাপতি ডা. বিজন চক্রবর্তী, সংগঠক শরীফ চৌহান, উন্নয়ন কর্মকর্তা এস এম এরশাদুল করিম, সদস্য ফেরদৌস বেগম, আহ্বান যুবাদলের সভাপতি খুরশিদ আলম আপন, সহ-সাধারণ সম্পাদক নারগিস আক্তার, প্রভাতি কমিউনিটি ফোরামের সদস্য লাকী বেগম, বিএনপিএস’র প্রোগ্রাম অফিসার তপন কান্তি দে, কমিউনিটি অর্গানাইজার ইয়াসমিন বেগম, শিরিন আক্তার, মোহাম্মদ খালেদুজ্জামান ও মো. ইউসুফ।

বিএনপিএস চট্টগ্রাম কেন্দ্রের ব্যবস্থাপক মোহাম্মদ ফেরদৌস আহাম্মদ বলেন, নারী বিরোধী প্রাচীন ধ্যান-ধারণা এখনো আমাদের সমাজে রয়ে গেছে। নারীর সাংবিধানিক অধিকার প্রতিষ্ঠায় রাষ্ট্রকে উদ্যোগ নিতে হবে। অর্থনৈতিক ভাবে নারী এখনো বৈষম্যের শিকার। একজন নারী উদ্যোক্তাকে ব্যাংক ঋণ পেতে স্বামীর তথ্য দিতে হয়। কিন্তু কোনো পুরুষকে এই ক্ষেত্র স্ত্রীর তথ্য দিতে হয় না। সম্পত্তির অধিকারেও এখনো বৈষম্য বিদ্যমান। অর্থনৈতিক ও সামাজিক এসব বাধা দূর করতে জাতিসংঘের সদস্য রাষ্ট্র হিসেবে বাংলাদেশ অঙ্গীকারবদ্ধ। তাই এসব বাধা দূর করতে সংবিধানের সাথে সাংঘর্ষিক যেসব বিধি-বিধান বিদ্যমান তা দ্রুত বিলোপ করতে হবে। পাশাপাশি রাজনৈতিক দলে এক তৃতীয়াংশ নারী সদস্য রাখার যে বিধান তাও অবিলম্বে বাস্তবায়ন করতে হবে।

এবার নারী দিবসে বাংলাদেশ নারী প্রগতি সংঘ- ‘পরিবর্তিত বিশ্ব কর্মযজ্ঞে নারী, ২০৩০ এর বাংলাদেশ হোক সমানভাবে নারী ও পুরুষের’ এই শ্লোগান নিয়ে কর্মসূচি পালন করছে। সমাবেশ ও র‌্যালি নগরীর বিভিন্ন প্রান্তের নানা বয়সী নারী-পুরুষ ব্যানার-ফেস্টুন নিয়ে অংশ নেন। সমাবেশে সংহতি জানায় চট্টগ্রামের বিভিন্ন সামাজিক-সাংস্কৃতিক সংগঠন।

উল্লেখ্য, ১৯৯৮ সাল থেকে আন্তর্জাতিক নারী দিবসে নানা কর্মসূচি পালন করে আসছে বিএনপিএস। চট্টগ্রাম নগরীতে বিএনপিএসের উদ্যোগে এবারসহ বিংশতম বারের মত নারী দিবসের কর্মসূচি পালন করা হলো।

শেয়ার করুন