ঘুষ গ্রহন অপরাধে
দণ্ডিত দুদককর্মীকে বরখাস্ত

ঘুষ চাওয়ার অপরাধে দেশের দুর্নীতি দমন কমিশনের ময়মনসিংহ সমন্বিত জেলা কার্যালয়ের ডাটা এন্টি অপারেটর মো. আবু ইউসুফ শাহ নামে এক কর্মী বরখাস্ত হয়েছেন ।

দুদকের উপপরিচালক (জনসংযোগ) প্রণব কুমার ভট্টাচার্য্য জানিয়েছেন, একটি মাদ্রাসা থেকে ঘুষ চাওয়ায় তার বিরুদ্ধে এই শাস্তিমূলক ব্যবস্থা নেওয়া হয়েছে।

তিনি বলেন, ২০০৭ সালে আবু ইউসুফ দুদকের গাইবান্ধা কার্যালয়ে কর্মরত থাকাকালে গাইবান্ধা সিদ্দিকীয়া দ্বি-মুখী সিনিয়র মাদ্রাসার অধ্যক্ষের কাছে দেড় লাখ টাকা ঘুষ দাবি করেন।

এনিয়ে দুদকে অভিযোগ আসার পর মামলা হয়। ২০১৬ সালের ৩০ আগস্ট আদালতের রায়ে ইউসূফকে দুই বছরের কারাদণ্ড ও ১০ হাজার টাকা জরিমানা হয়।

ফৌজদারি অপরাধে দণ্ডিত হওয়ায় সরকারি চাকরি অধ্যাদেশ-১৯৮৫ অনুসারে আবু ইউসুফকে স্থায়ীভাবে চাকরি থেকে বরখাস্ত করা হয়েছে বলে জানান প্রণব ভট্টাচার্য্য।

শেয়ার করুন