‘একটি সুতার জবানবন্দি’র প্রদর্শনী ২৫শে এপ্রিল


রানা প্লাজা ট্র্যাজেডির ষষ্ঠবার্ষিকীতে জার্মান কালচারাল সেন্টার গ্যোথে ইনস্টিটিউটে প্রদর্শন হচ্ছে ‘একটি সুতার জবানবন্দি’। ৫০ মিনিটের এ প্রামাণ্য চলচ্চিত্রটি পোশাকশিল্পের দুর্ঘটনা ও কর্মীদের মানবেতর জীবনযাপন নিয়ে । আগামী ২৫ এপ্রিল এই বিশেষ প্রদর্শনীটি হবে।

আরো পড়ুন : মনের জগত প্রসারিত না হলে জীবনের অর্থ সংকীর্ণ

‘একটি সুতার জবানবন্দি’রচনা ও পরিচালনায় কামার আহমাদ সাইমন, প্রযোজনায় সারা আফরীন। এছাড়াও এটি প্রযোজনা করেছে এশিয়ার অন্যতম চারটি প্রধান টেলিভিশন-জাপানের এনএইচকে, কোরিয়ার কেবিএস, তাইওয়ানের পিটিএস ও সিঙ্গাপুরের মিডিয়াকর্প। রানা প্লাজার বিপর্যয়ের পর গত কয়েক বছর ধরে এটি প্রদর্শন হয়ে আসছে।

কামার আহমাদ সাইমন এ মুহূর্তে ‘শুনতে কি পাও!’, তার নির্মিতব্য ওয়াটার ট্রিলজির দ্বিতীয় ছবি ‘অন্যদিন’-এর পোস্ট ও ‘শিকলবাহা’র প্রি-প্রোডাকশন নিয়ে ব্যস্ত আছেন।

এ ব্যাপারে কামার আহমাদ সাইমন জানান, ‘একটি সুতার জবানবন্দি’র প্রদর্শনী হবে ২৫শে এপ্রিল সন্ধ্যা ৬টায় ।

শেয়ার করুন