বন্দুক যুদ্ধে মোস্তাক ডাকাত নিহত টেকনাফে

কক্সবাজার : টেকনাফে অলোচিত মোস্তাক আহমদ উরফে মোস্তাক ডাকাত অবশেষে পুলিশের সাথে বন্দুক যুদ্ধে নিহত হয়েছেন।এসময় ডাকাত দলের ছোঁড়া গুলিতে অন্তত ৩ জন পুলিশ সদস্য আহত হয়েছেন।মোস্তাক একজন তালিকা ভূক্ত শীর্ষ ডাকাত বলে জানিয়েছেন টেকনাফ মডেল থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) প্রদিপ কুমার দাশ।

আরো পড়ুন : মহালছড়িতে শিশু ধর্ষণ, ধর্ষক খোরশেদ আলম গ্রেফতার
আরো পড়ুন : এসপির তদন্তে অভিযোগ প্রমানিত, ওসি বললেন এসআই নির্দোষ

পুলিশ সূত্রে জানা গেছে, বুধবার (২৪ এপ্রিল) সাড়ে ১০টার দিকে টেকনাফ থানা পুলিশের একটি টিম সদর ইউনিয়নের লেঙ্গুরবিল এলাকার মৃত বদিউজ্জামানের ছেলে ডাকাত মোস্তাক আহমেদ (৩৮) কে লেঙ্গুরবিল পাহাড়ে গ্রেফতার করতে যায়।এসময় পুলিশ ও ডাকাতদলের মধ্যে ব্যাপক গুলি বিনিময় হয়।এতে এসআই সুজিত দে,কনেস্টেবল রুমান ও কনেস্টেবল মেহেদী আহত হয়।গুলাগুলির সংবাদ পেয়ে সাড়ে ১১ টার দিকে থানা হতে অতিরিক্ত পুলিশ ফোর্স ঘটনা স্থলে পৌছে পরিস্থিতি নিয়ন্ত্রনে আনে।পরবর্তিতে ঘটনাস্থল থেকে মোস্তাক ডাকাতের গুলিবিদ্ধ দেহ ও ৪টি এলজি, ৯রাউন্ড কার্তুজ সহ ৩০হাজার ইয়াবা পিস ইয়াবা উদ্ধার করা হয়েছে।উক্ত ঘটনায় পৃথক মামলা দায়েরের প্রস্তুতি চলছে এবং লাশ পোস্ট মর্টেমের জন্য মর্গে প্রেরণ করা হয়েছে।