
সুনামগঞ্জ : প্রধানমন্ত্রী শেখ হাসিনা ঘোষিত “সবার জন্য বাসস্থান”নিশ্চিত করার লক্ষ্যে “জমি আছে ঘর নাই তার নিজ জমিতে গৃহ নির্মাণ’ আশ্রয়ণ-২প্রকল্পের আওতায় হত-দরিদ্রদের আশ্রয়ণ-২ প্রকল্পের আওতায় নির্মিত ১৪৪টি ঘরের
চাবি হস্তান্তর করা হয়েছে।
গৃহ নির্মাণ’ আশ্রয়ণ-২প্রকল্পের আওতায় হত-দরিদ্রদের মাঝে এসব আধাপাঁকা ঘর তৈরি করে বুধবার (২৪এপ্রিল) বিকেলে সুনামগঞ্জ সদর উপজেলা প্রশাসন ও দূর্যোগ ব্যবস্থাপনা অধিদপ্তরের আয়োজনে উপজেলা পরিষদ মিলনায়তনে নির্মিত ঘরের চাবি হস্তান্তর করেন,সুনামগঞ্জ জেলা প্রশাসক মোহাম্মদ আব্দুল আহাদ।
আরো পড়ুন : মহালছড়িতে শিশু ধর্ষণ, ধর্ষক খোরশেদ আলম গ্রেফতার
আরো পড়ুন : বনানীর কবরস্থানে চিরনিদ্রায় শায়িত জায়ান
ঘরের চাবি বিতরণ অনুষ্ঠানে সুনামগঞ্জ সদর উপজেলার উপজেলা নির্বাহী অফিসার ইয়াসমিন নাহার রুমা,সহকারী
কমিশনার(ভ‚মি) নুসরাত ফাতিমা,উপজেলা পরিষদ ভাইস চেয়ারম্যান,ইউপি চেয়ারম্যানবৃন্দ, স্থানীয় রাজনৈতিক
নেতৃবৃন্দ,সুবিধাভোগী পরিবারের সদস্যবৃন্দ ও সাংবাদিকবৃন্দ উপস্থিত ছিলেন।

উপজেলা নির্বাহী অফিসারকে সভাপতি করে পাঁচ সদস্যের প্রকল্প বাস্তবায়ন কমিটির মাধ্যমে সুনামগঞ্জ সদর উপজেলায় বরাদ্দ প্রাপ্ত ১৪৪টি ঘরের পরিবারকে এসব ঘর নির্মাণ করে ঘরের চাবি হস্তান্তর করা হয়।