নরসিংদীতে শিশু ধর্ষণ মামলার আসামী গ্রেফতার

শিশু ধর্ষণকারী
রায়হান

ঢাকার উত্তরা থানাধীন বাইতুল নুর মসজিদ এলাকায় অভিযান চালিয়ে শিবপুরের বহুল আলোচিত শিশু ধর্ষণকারী
রায়হানকে (২২) গ্রেফতার করেছে র‌্যাব-১১।

শুক্রবার (২৬ এপ্রিল) বিকাল ৫টায় নরসিংদী প্রেস ক্লাব মিলনায়তনে এক সংবাদ সম্মেলনে র‌্যাব-১১ এর কোম্পানি কমান্ডার মেজর তালুকদার নাজমুছ সাকিব আনুষ্ঠানিকভাবে এ তথ্য নিশ্চিত করেন।

গ্রেফতারকৃত রায়হান মিয়ার বাড়ী শিবপুর থানার বাহারদিয়া গ্রামে। ঘটনার পর থেকে রায়হান পুলিশের চোখকে ফাঁকি দিয়ে পালিয়ে বেড়াচ্ছিল।

সংবাদ সম্মেলনে তালুকদার নাজমুছ সাকিব জানান, এ অভিযানটি ছিল র‌্যাবের ধারাবাহিক অভিযানেরই একটি অংশ। নরসিংদীর অপরাধ দমনে পূর্ব থেকেই র‌্যাব-১১ তাদের অত্যন্ত পেশাধারীত্ত্বের সাথে অপরাধীদের গ্রেফতার ও সন্ত্রাসীদের কাছে থাকা অবৈধ অস্ত্র উদ্ধারের লক্ষ্যে অভিযান পরিচালনা করে আসছে।

সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন র‌্যাবের ডিএডি মোতালেবসহ স্থানীয় প্রিন্ট ও ইলেকট্রিক মিডিয়ার সাংবাদিকবৃন্দ।

গ্রেফতারকৃত রায়হানকে প্রাথমিক জিজ্ঞাসাবাদে র‌্যাবকে জানায়, গত ২০ এপ্রিল সন্ধ্যায় ৪ বছরের শিশুকে চকলেট
খাওয়ানোর লোভ দেখিয়ে বাড়ীর ধারে নির্জন জায়গায় নিয়ে ধর্ষণ করে। ঘটনার সময় শিশুটির আত্মচিৎকারে চতুরদিক থেকে লোক আসতে থাকলে রায়হান পালিয়ে যায়।

এ ব্যাপারে শিশুর দাদা আঃ কুদ্দুছ বাদী হয়ে শিবপুর থানায় একটি ধর্ষণ মামলা দায়ের করে।