পুলিশ সদস্য জনির মৃতদেহ মেঘনা নদী থেকে উদ্ধার

পুলিশ সদস্য জনির মৃতদেহ মেঘনা নদী থেকে উদ্ধার

সীতাকুণ্ড : চাঁদপুর মেঘনা নদীতে জেলেদের হামলায় নিখোঁজের তিনদিন পর সীতাকুণ্ডের যুবক পুলিশ সদস্য মোশাররফ হোসেন জনির (৩০) মৃতদেহ ভেসে উঠেছে মেঘনা নদীতে।

শনিবার সকালে নদীতে একটি লাশ ভেসে উঠলে পুলিশ লাশটি উদ্ধার করে। পুলিশ সদস্য জনি সীতাকুণ্ড উপজেলার বাড়বকুণ্ড ইউনিয়নের মিয়াজী পাড়া,অলিনগর গ্রামের জামাল উল্ল্যার ছেলে।

আরো পড়ুন : চোরাই তেল ব্যবসার বিরোধে যুবককে পিটিয়ে হত্যা
আরো পড়ুন : বাবার স্বপ্ন পূরণে রুনা লায়লার সঙ্গে একই মঞ্চে অপু

জনির বড় ভাই জানান, গত শুক্রবার রাত ৮টায় চাঁদপুর জেলার চরকোরালিয়া নামক স্থানের মেঘনা নদীতে জেলেদের জাটকা ধরার সময় অভিযান চালায় পুলিশ। এ সময় তারা জেলেদের হামলার শিকার হয়। অভিযানে একটি স্পিড বোটে এএসআই সুমন, পুলিশ সদস্য শাহাদাতসহ সাদা পোশাকে ২/৩ পুলিশ সদস্য ছিলেন। আরেকটি স্পিড বোটে পুলিশ সদস্য জনি, কনস্টেবল মো. রবিউল, বোটের মাঝিসহ সাদা পোশাকে আরও দুইজন পুলিশ সদস্য ছিলেন। লাশ গ্রামের বাড়ি সীতাকুণ্ডে নিয়ে আসবে বলে জানান জনির বড় ভাই।